২০২৫ সালও ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। বিপিএলের মধ্য দিয়ে বছর শুরু হলেও দেশের জার্সি গায়ে ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে লড়বে টাইগাররা। পাশাপাশি, বাংলাদেশ নারী ক্রিকেট দলও গুরুত্বপূর্ণ সিরিজ ও প্রতিযোগিতায় অংশ নেবে।
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি:
ফেব্রুয়ারি:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি - ৯ মার্চ, ভেন্যু: পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ।
মার্চ-এপ্রিল:
জিম্বাবুয়ে সিরিজ (হোম): ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।
মে:
পাকিস্তান সিরিজ (অ্যাওয়ে): ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।
জুন-জুলাই:
শ্রীলঙ্কা সিরিজ (অ্যাওয়ে): ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।
আগস্ট:
ভারত সিরিজ (হোম): ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।
সেপ্টেম্বর: এশিয়া কাপ।
অক্টোবর:
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (হোম): ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।
নভেম্বর-ডিসেম্বর:
আয়ারল্যান্ড সিরিজ (হোম): ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি:
জানুয়ারি-ফেব্রুয়ারি:
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (অ্যাওয়ে): ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।
(সিরিজ জয় করলে সরাসরি বিশ্বকাপ; হারলে বাছাইপর্বে অংশগ্রহণ)।
সেপ্টেম্বর-অক্টোবর: নারী ওয়ানডে বিশ্বকাপ।
ডিসেম্বর:
ভারত সিরিজ (অ্যাওয়ে): ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।
২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত ও চ্যালেঞ্জিং সূচি। পুরুষ দল চ্যাম্পিয়নস ট্রফিসহ শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ খেলবে। অন্যদিকে, নারী দল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করতে পারলে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবে।
আ. দৈ./ সাধ