ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কর্মসূচির পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার। এ লক্ষে ইসলামি ফাউন্ডেশন চকরিয়া' এর উদ্যোগে বুধবার (১ জানয়ারী) বছরের প্রথম দিন সকাল ৯ টায় চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বদর মোকাম জামে মসজিদে বিনামূল্যে বই খাতা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বদরমোকাম জামে মসজিদের খতিব পীরে কামেল মাওলানা কবির আহমদ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বই ও খাতা বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে শিশু শিক্ষার্থীদের মাঝে বই ও খাতা তুলে দেন সাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সুপার ভাইজার মাওলানা মোহাম্মদ আমির হোসেন, দি এশিয়ান এইজ এর সাংবাদিক বশির আলমামুন, চকরিয়া পৌরসভার কর্মকর্তা রাজিফুল মোস্তফা, ইফা'র শিক্ষক মাওলানা আবদুল খালেক ও মাওলানা নজরুল ইসলাম, মা স্বাস্থ্য সেবা কেন্দ্র -এনএসএস এর ম্যানেজার বিজন কুমার বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বদর মোকাম জামে মসজিদের প্রাক প্রাথমিক কেন্দ্রের শিক্ষক মাওলানা মো: সরোয়ার কামাল।
আ. দৈ. /কাশেম/বিজন