বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিহাসের অন্যতম অস্বাভাবিক রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের ক্যারিবীয় পেসার ওশেন থমাস। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই ১৫ রান দিয়ে এ বিব্রতকর রেকর্ডের জন্ম দেন তিনি। তবে শেষ পর্যন্ত খুলনা টাইগার্স ম্যাচটি ৩৭ রানে জিতে উড়ন্ত সূচনা করেছে।
চট্টগ্রামের ইনিংসের শুরুতে নাঈম ইসলাম ক্যাচ তুলে দিলেও থমাসের নো-বলে বেঁচে যান। এরপর ফ্রি-হিটে একের পর এক নো-বল ও ওয়াইডের বন্যায় মাত্র এক বলেই ১৫ রান তুলে নেয় চিটাগং। এর মধ্যে নাঈম একটি চার ও একটি ছক্কা হাঁকান।
এর আগে ২০২৩ সালে ভারতের যশস্বী জয়সওয়াল জিম্বাবুয়ের সিকান্দার রাজার বলে ১ বলে ১৩ রান তুলে এ ধরনের রেকর্ড গড়েছিলেন। থমাসের ১৫ রানের ওভার সেই রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করেছে।
ওভারের পরের বলগুলোতেও তালগোল পাকিয়ে ফেলে থমাস। ১২ বলের দীর্ঘ সেই ওভারে তিনি ১৮ রান খরচ করেন এবং নাঈমকে শেষমেশ ফিরিয়ে দেন।
এদিন খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করে ২০৩ রানের বিশাল স্কোর গড়ে। চিটাগংয়ের ওপেনার শামিম পাটোয়ারীর দুর্দান্ত ইনিংস (৭৮ রান) সত্ত্বেও ১৬৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। থমাসের এই বিব্রতকর রেকর্ডের পরও ম্যাচটি জিতে নেয় খুলনা।
আ. দৈ./ সাধ