শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
খেলাধুলা
জয় দিয়ে বিপিএল শুরু খুলনার
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 31 December, 2024, 5:54 PM  (ভিজিট : 42)
চিটাগং কিংসের খেলোয়ার শামিম পাটোয়ারি। ছবি: অনলাইন।

চিটাগং কিংসের খেলোয়ার শামিম পাটোয়ারি। ছবি: অনলাইন।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে, চিটাগং কিংস ১৬৬ রানে থেমে যায়। ফলে ৩৭ রানের জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে মেহেদী হাসান মিরাজের দল।

অন্যদিকে, চিটাগংয়ের পক্ষে শামীম পাটোয়ারী ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।

জয়ের লক্ষ্যে ২০৪ রানে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চিটাগং। নাঈম ইসলাম (১২) ও পারভেজ হোসেন ইমন (১৩) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দলটি। মিথুন (৫) ও ওসমান খান (১৮) ব্যাট হাতে কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হন।

তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান শামীম পাটোয়ারী। মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করে নিজের ঝোড়ো ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখেন। তার ৩৮ বলের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৫টি ছক্কায়। ১৯তম ওভারে বিদায় নেওয়ার আগে দলের জয়ের আশার আলো হয়ে ছিলেন তিনি। তবে বাকিদের আসা-যাওয়ার মিছিলে দলের পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

টস হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের ওপেনার নাঈম শেখ (২৬) ভালো শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে ব্যর্থ হন; তার সংগ্রহ ছিল ১৮ বলে ১৮। ইব্রাহীম জাদরানকেও দ্রুত বিদায় নিতে হয়।

তবে অস্ট্রেলিয়ান ব্যাটার উইলিয়াম বোসিস্তো দায়িত্বশীল ব্যাটিং করে ফিফটি তুলে নেন। তার সঙ্গে যোগ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। পঞ্চম উইকেটে তাদের ৮৬ রানের অপরাজিত জুটি খুলনাকে বড় সংগ্রহ এনে দেয়। অঙ্কন ২২ বলে ৬টি ছক্কা ও ১টি চারে ৫৯ রানে অপরাজিত থাকেন। বোসিস্তো ৫০ বলে ৮টি চারে এবং ৩টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত ছিলেন।

চিটাগংয়ের হয়ে খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম দু’টি করে উইকেট শিকার করেন। তবে বড় লক্ষ্য তাড়া করতে ব্যাটারদের ব্যর্থতায় জয় থেকে অনেক দূরে থেমে যায় চিটাগং।

শামীম পাটোয়ারীর ঝড়ো ইনিংস সত্ত্বেও দলকে জেতাতে না পারায় চিটাগং কিংসের বিপিএল যাত্রা শুরু হলো পরাজয়ের মধ্য দিয়ে। অন্যদিকে, দলীয় পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে খুলনা টাইগার্স।


আ. দৈ./ সাধ
   বিষয়:   বিপিএল   শের-ই-বাংলা স্টেডিয়াম   খুলনা টাইগার্স   চিটাগং কিংস   দুর্দান্ত ব্যাটিং   মেহেদী হাসান মিরাজ   শামিম পাটোয়ারি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
বিদায়ী সরকারের টিসিবির ৩৭ লাখ ফ্যামিলি কার্ডই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আগামী বাজেট হতে পারে আট লাখ কোটি টাকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নাগরিকদের মাঝে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ১
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝