বিপিএল ২০২৪ শুরুর আগের দিন ঢাকার নতুন দল ঢাকা ক্যাপিটালস অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরার নাম ঘোষণা করেছে। দলের প্রধান নির্বাহী আতিক ফাহাদ তার হাতে অধিনায়কের ক্যাপ তুলে দেন।
ঢাকা ক্যাপিটালসে সবচেয়ে বড় তারকা হিসেবে ছিলেন লিটন দাস। তবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করা এই ক্রিকেটারকে অধিনায়ক না করে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ থিসারা পেরেরার কাঁধে।
থিসারা পেরেরার অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। তিনি শ্রীলঙ্কার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এবং সীমিত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্ব দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার বিপিএলেও বেশ কয়েকবার অংশ নিয়েছেন এবং বাংলাদেশের উইকেট ও পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা রাখেন।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস এই প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছে। দলটি থিসারা পেরেরার নেতৃত্বে অভিষেক মৌসুমে দারুণ কিছু করার লক্ষ্যে মাঠে নামবে।
থিসারা পেরেরা ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিপিএলেও তার অসাধারণ পারফরম্যান্সের নজির রয়েছে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ দলের জন্য বড় সম্পদ হতে পারে।
ঢাকা ক্যাপিটালসের এই সিদ্ধান্ত তাদের পরিকল্পনার এক নতুন দিক উন্মোচন করেছে, যেখানে অভিজ্ঞ নেতৃত্বের উপর জোর দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, থিসারার অধিনায়কত্বে ঢাকা দল কেমন পারফর্ম করে।
আ. দৈ./ সাধ