পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
গতকাল শনিবার ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম শাহেদা-গফুর-ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রায় ৫০০ লোকের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
এসময় ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক মওদুদ আহমেদ, কালাইয়া শাখার ব্যবস্থাপক মোঃ আল মামুন, ব্যাংকের বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও ফিরোজ আলম বাউফল, কালাইয়া ও নওমালার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা ও কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝেও বিপুল সংখ্যক কম্বল বিতরণ করেন।
আ. দৈ/ আফরোজা