বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার অভিষিক্ত ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় বিতর্কে জড়িয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এই ঘটনায় আইসিসি থেকে শাস্তি পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম তাকে নিয়ে বিদ্রূপমূলক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) খেলার প্রথম দিনের দশম ওভারের শেষে ঘটনাটি ঘটে। ওভার শেষ করে সতীর্থ উসমান খাওয়াজার দিকে ধীর গতিতে এগোচ্ছিলেন স্যাম কনস্টাস। এ সময় বিরাট কোহলি ফিল্ডিং পজিশন বদল করতে গিয়ে কনস্টাসের কাঁধে ধাক্কা দেন। ধাক্কার পর উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা পরে খাওয়াজা ও আম্পায়ার এসে শান্ত করেন।
এই ঘটনায় আইসিসি কোহলিকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। আইসিসির আচরণবিধির ধারা ২.১২ লঙ্ঘনের অভিযোগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দেন।
তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়া কোহলিকে কটাক্ষ করে তাকে ‘জোকার’ বলে উপহাস করে। তারা কোহলির হাসিমুখের একটি ছবি এডিট করে জোকারের সাজে প্রকাশ করে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের এই ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। স্টার স্পোর্টসকে তিনি বলেন, "অস্ট্রেলিয়া অতীতে আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছে। বল ছুঁড়ে মারা, কটু কথা বলা, এমনকি ধাক্কা দেওয়া—এগুলো তারা করেই এসেছে।"
কোহলির এই ঘটনা ও তাকে নিয়ে কটাক্ষ ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যেও ক্ষোভের জন্ম দিয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার গণমাধ্যমের এমন উপস্থাপনা আবারও দুই দেশের ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।
আ. দৈ./ সাধ