প্রথমবারের মতো বিপিএল আয়োজনের অংশ হিসেবে তিনটি ভেন্যুতে মিউজিক ফেস্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ আয়োজনের প্রথম পর্ব আগামীকাল সোমবার ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
যেখানে পারফর্ম করবেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তার সঙ্গে গাইবেন দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা এবং র্যাপার হান্নানসহ অন্যান্য শিল্পীরা। এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।
রাহাত ফতেহ আলী খান এই কনসার্টে গান গাওয়ার জন্য বিসিবির কাছ থেকে ৩ কোটি ৪০ লাখ টাকা (প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার) পারিশ্রমিক নিচ্ছেন। বিসিবি সূত্রে জানা গেছে, তিনটি ভেন্যুর জন্য টাইটেল স্পনসর মধুমতি ব্যাংক থেকে ৪ কোটি টাকা আয় করা হয়েছে, যার প্রায় পুরো টাকাই রাহাত ফতেহ আলীর সম্মানীতে ব্যয় হবে।
প্রথমে ফেস্টের টিকিটের মূল্য বেশি হওয়ায় দর্শকদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল। পরে দর্শকদের প্রতিক্রিয়া বিবেচনায় টিকিটের মূল্য পুনঃনির্ধারণ করা হয়। সর্বনিম্ন টিকিটের দাম আড়াই হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। এছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ড: ১,৫০০ টাকা, সিলভার সিট: ৪,০০০ টাকা গোল্ড সিট: ৬,০০০ টাকা এবং প্লাটিনাম সিট: ৮,০০০ টাকা।
বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে মিরপুর স্টেডিয়ামের গেট আগামীকাল বিকেল আড়াইটায় খোলা হবে। তবে সাড়ে ৪টার পর কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না।
মিউজিক ফেস্টটি ঢাকার পর চট্টগ্রাম এবং সিলেটে অনুষ্ঠিত হবে। তবে রাহাত ফতেহ আলী খান কেবল মিরপুরের অনুষ্ঠানে গাইবেন। এছাড়া মাইলস, অ্যাভয়েড রাফা, র্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয় অনুষ্ঠানে পারফর্ম করবেন।
বিপিএলের মূল আসর :
৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল টি-২০ টুর্নামেন্টের আগেই এই মিউজিক ফেস্ট নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে, এবং সরাসরি বিক্রির ব্যবস্থা করা হয়েছে মিরপুর স্টেডিয়ামসহ ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে।
ঢাকা মহানগর পুলিশের বিশেষ নির্দেশনা :
মিরপুর স্টেডিয়াম ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে। আগামীকাল সোমবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুর-১, মিরপুর-১০ ও সংলগ্ন এলাকায় কিছু রুট পরিবর্তন করা হয়েছে।
মিরপুর-১ থেকে মিরপুর-১০ অভিমুখে চলাচলকারী যানবাহন সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করবে
মিরপুর-১২ থেকে মিরপুর-১০ অভিমুখে যানবাহন প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।
আগারগাঁও থেকে মিরপুর অভিমুখে যানবাহন শ্যামলী শিশু মেলা ও টেকনিক্যাল মোড় দিয়ে চলাচল করবে।
আ. দৈ./ সাধ