চলছে অস্ট্রেলিয়া-ভারত ৫ ম্যাচের বোর্ডার–গাভাস্কার টেস্ট সিরিজ। এই সিরিজের তৃতীয় টেস্ট শেষে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান স্কোয়াডে থাকা রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ভারতের একাদশে ছিলেন না অশ্বিন, পার্থে সিরিজের প্রথম টেস্টেও জায়গা হয়নি তার। মাঝে অ্যাডিলেডে গোলাপি বলে দিবারাত্রির টেস্টটাই ভারতের জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে রইল।
৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট শিকার করেছেন। ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এই অফ স্পিনার ব্যাট হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান; করেছেন ৪৩৯৪ রান। টেস্টে রয়েছে ৬টি সেঞ্চুরিও। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ অলরাউন্ডার ছিলেন। একই সঙ্গে, বর্তমান খেলোয়াড়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৫৩৭ উইকেট শিকারি ছিলেন তিনি।
বৃষ্টিবিঘ্নিত এই টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে হাজির হন রবিচন্দ্রন অশ্বিন। সেখানেই আবেগঘন পরিবেশে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার। এর মধ্য দিয়ে শেষ হলো ভারতের জার্সিতে এই অফ স্পিনারের ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার।
টেস্ট ক্রিকেটে বেশি আলো ছড়ানো অশ্বিনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০১০ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
আ. দৈ./ সাধ