নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের বন্ধু রাকিব জানান, নিহত রউফ ও শিপনের যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইলের দোকান রয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ভুইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ৬টি মোটরসাইকেলে ঢাকা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথে পূর্বাচল ৩ নং সেক্টরের ভুইয়াবাড়ী ব্রিজে এসে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে রউফ ও শিপন নিহত হন।
ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আ. দৈ/ সাম্য