রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
খেলাধুলা
আজ রাতে ফিফা বর্ষসেরা পুরস্কার বিতরণী; দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 17 December, 2024, 6:29 PM  (ভিজিট : 31)
ছবি: অনলাইন

ছবি: অনলাইন

আজ রাতে দেওয়া হবে ফিফা বর্ষসেরা পুরস্কার। কাতারের রাজধানী দোহার এস্পায়ার একাডেমি থেকে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই জমকালো আয়োজন। ফিফা সরাসরি এই অনুষ্ঠানটি সম্প্রচার করবে। একই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এদিন কাতার বিশ্বকাপ ফাইনালের দুই বছর পূর্তি এবং এস্পায়ার একাডেমির ২০ বছর পূর্তি উদযাপন করা হবে।

পুরস্কারের জন্য মনোনয়ন কীভাবে দেওয়া হয়েছে?

২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনায় এনে বিভিন্ন বিভাগে মনোনয়ন দেওয়া হয়েছে। এবারের আসরে বিশেষ নজর থাকবে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি-র ওপর। উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি এবারও ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য অন্যতম প্রার্থী।

ফিফা বর্ষসেরা পুরস্কারের ইতিহাস

১৯৯১ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার প্রদান শুরু হয়। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত এটি ব্যালন ডি’অর-এর সঙ্গে যৌথভাবে দেওয়া হলেও ২০১৬ সালে ফিফা দ্য বেস্ট নামে আলাদা পুরস্কার প্রদান শুরু করে ফিফা।

বর্ষসেরা পুরুষের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

জুড বেলিংহাম, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি , রদ্রি, ফেদে ভালভের্দে, ভিনিসিয়ুস জুনিয়র, ফ্লোরিয়ান ভির্টজ, লামিনে ইয়ামাল।

বর্ষসেরা নারীর সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

বারব্রা বান্দা, ওনা ব্যাটলে, আইতানা বোনামাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তে, তাবিথা চাওয়িংগা, নাওমি গিরমা, ক্যারোলিন গ্রাহাম হানসেন, লরেন হেম্প, লিন্ডসে হোরান, সালমা পারাউয়েলো, ট্রিনিটি রোডম্যান, খাদিজা শ, সোফিয়া স্মিথ, ম্যালোরি সোয়ানসন, কিরা ওয়ালশ।

সেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

জাবি আলোনসো (লেভারকুসেন), কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), লা দেলা ফুয়েন্তে (স্পেন), পেপ গার্দিওলা (‍ম্যানচেস্টার সিটি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)।  

সেরা নারী কোচের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

আর্থুর ইলিয়াস (ব্রাজিল), সোনিয়া বোমপাস্তোর (লিওঁ/চেলসি), জোনাথন গিরালদেজ (বার্সেলোনা/ওয়াশিংটন স্পিরিট), এমা হায়েস (চেলসি/যুক্তরাষ্ট্র), ফুতোশি ইকেদা (জাপান), গ্যারেথ টেইলর (ওয়েরক্স হাম), এলেনা সাদিকু (সেল্টিক), সান্দ্রিনে সুবেয়ারন্ড (প্যারিস এফসি)।

সেরা পুরুষ গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

জিয়ানলুইজি দোন্নারুম্মা, এদেরসন, আন্দ্রেই লুনিন, মাইক মাইনিয়ঁ, এমিলিয়ানো মার্তিনেজ, দাভিদ রায়া, উনাই সিমন।

সেরা নারী গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

আন-কাথরিন বের্গের, কাটা কোল, ম্যারি এরাপস, অ্যালিসা নায়েহের, আয়াকা ইয়ামাশিতা।

পুরুষদের সেরা গোলের পুসকাস পুরস্কার

হাসান আল হাইদোস, টেরি এন্থোনিস, ইয়াসিন বেনজিয়া, ওয়াল্টার বো, মাইকেল চিরিনোস।

নারীদের সেরা গোলের মার্তা পুরস্কার

মার্তা, ডেলফিন কাসকারিনো, মারিনা হেগেরিং, সাকিনা কারশাউই, পাউলিনা ক্রুমবিয়েগেল, নাইনা মাতেজিচ, বেথ মেড, গুসেপ্পিনা মোরাকা, আসিসাত ওশোয়ালা, মায়রা পেলায়ো ও ট্রিনিটি রোডম্যান।

ফিফা টিভি এবং অফিশিয়াল ফিফা প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে এই জমকালো অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।

ফিফা বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠান শুধু ফুটবলার নয়, ভক্ত-সমর্থকদের জন্যও একটি বিশেষ মুহূর্ত। কাতারের দোহায় এস্পায়ার একাডেমিতে আজকের এই আয়োজনটি ক্রীড়া বিশ্বের অন্যতম প্রতীক্ষিত অনুষ্ঠান। ফুটবলপ্রেমীরা আজ রাত ১১টায় চোখ রাখুন ফিফার অফিশিয়াল সম্প্রচার চ্যানেলে।




আ. দৈ./ সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
কক্সবাজারের হিন্দু কল্যাণ ট্রাস্টী পরিমল শর্মার সংবর্ধনা
ফরিদপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশে বায়ু দুষণের বছরে ১,০২,৪৫৬ জনের মৃত্যু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝