২০২৫ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের নতুন সূচি ঘোষণা করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পূর্ব নির্ধারিত ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে এখন টুর্নামেন্টটি ১ থেকে ১১ জুলাই, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ।
সাফ জানিয়েছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন সূচির সঙ্গে সমন্বয় করতেই টুর্নামেন্টের তারিখ পরিবর্তন করা হয়েছে। সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলো সাধারণত এএফসি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দেখা হয়। এ কারণেই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন তারিখ অনুযায়ী, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যেই স্টেডিয়ামটি প্রস্তুত করার কাজ শুরু করেছে। স্টেডিয়ামের সংস্কার কাজ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার নারী ফুটবল দলগুলো অংশ নেবে। নতুন সূচির মাধ্যমে বাফুফে আরও সংগঠিতভাবে টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে।
আ. দৈ./ সাধ