সাবেক গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী এবং ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাগুলো দায়ের করা হয়।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারে জানানো হয়েছে, মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার এবং তার ভাই এ বি এম শাহরিয়ার প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
অভিযোগের বিস্তারিত
১. মোহাম্মদ হারুন অর রশিদ: তার বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
শিরিন আক্তার (স্ত্রী): তার বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এ বি এম শাহরিয়ার (ভাই): তার বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতির অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক।
এই মামলাগুলো দায়েরের খবরে প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশিষ্ট ব্যক্তি এবং সাবেক ডিবিপ্রধানের বিরুদ্ধে এত বড় অঙ্কের সম্পদ অর্জনের অভিযোগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
আ. দৈ./ সাধ