ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিএনসিসি'র সচিব (ভারপ্রাপ্ত) এবং প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মামুন-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি'র প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ডিএনসিসি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন বুলেট, ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা ইউনিয়ন এবং ডিএনসিসি পরিবহন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়৷ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, '১৯৭১ সালে স্বাধিকার অর্জনের জন্য মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। আমাদের উৎপাদিত সম্পদ ও অর্থনীতির সিংহভাগ পশ্চিম পাকিস্তানিরা নিয়ে যেতো। আমাদের প্রয়োজন না মিটিয়ে বৈষম্যের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিরা তাদের চাহিদা মেটাতো। পশ্চিম পাকিস্তানিরা আমাদের শোষণ করেছে, বঞ্চিত করেছে। অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে একটি সুখি, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনের জন্যই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর সন্তানদের মহান ত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়িত্ববোধ থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'আমাদের মহান স্বাধীনতাকে প্রকৃতভাবে অর্থবহ করে তুলতে এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ২০২৪ সালে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার অভ্যূত্থানের চেতনা ও আদর্শকে লালন করে আমাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। চব্বিশের অভ্যূত্থানে যেসকল ছাত্র-জনতা আত্মত্যাগ করেছে, যারা আহত হয়েছে তাদের এই ত্যাগের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সবাইকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্বপালনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ বিপুল সম্ভাবনার দেশ, ছাত্র-জনতার বিপ্লবের আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে।'
আ. দৈ. / কাশেম