এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ আয়োজনে সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট-এর আওতায় পঞ্চগড়ে রিজিওনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ( ১৫ ডিসেম্বর) পঞ্চগড়ে চেম্বার ভবনের কনফারেন্স রুম এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসপিসিএসএসইসিপি-এর প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মো. শরীফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এসপিসিএসএসইসিপি এর পরিচালক কাজী তামান্না হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে এসপিসিএসএসইসিপি এর উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর রোজিনা আক্তার মোস্তাফী। পরে এসপিসিএসএসইসিপি এর টিএ কম্পোনেন্টের উদ্দেশ্যের উপর মূল বক্তব্য উপস্থাপনা করেন আলী সাবেত।
প্রধান অতিথি এসপিসিএসএসইসিপি এর আওতায় প্রদত্ত ঋণের বিষয়ে উদ্যোক্তাদের নিকট হতে বিস্তারিত জানেন এবং তাঁদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন। এসময়ে তিনি গ্রাহকদের কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে বাংলাদেশ ব্যাংকের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সভায় অংশগ্রহণকারী উদ্যোক্তাগণের সাথে উন্মুক্ত আলোচনা করেন এবং কর্মসূচির বিভিন্ন সুবিধা/অসুবিধা বিষয়ে অবগত হন ও যথাযথ পরামর্শ প্রদান করেন। তিনি উল্লেখ করেন কর্মসংস্থান ব্যাংকের সকল কর্মসূচির যেখানে মোট ঋণগ্রহীতার ৩৬% নারী সেখানে এসপিসিএসএসইসিপি কর্মসূচিতে নারীর হার ৪৪%। এসময়ে তিনি পিএফআই হিসেবে কর্মসংস্থান ব্যাংককে নির্বাচিত করায় বাংলাদেশ ব্যাংকসহ দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, থ্রি জিরো বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণের পাশাপাশি কার্বন নি:সরণ কমিয়ে আনার লক্ষ্যে পরিবেশ বান্ধব ব্যাংকিং ও গ্রিণ অর্থায়নের ওপর কাজ করছে।
কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমানসহ ১০ জন কর্মকর্তা ও পঞ্চগড় শাখার ২০ জন উদ্যোক্তার পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্যাংক এশিয়া পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তাগণ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
আ.দৈ/এমএমএস