ইউক্রেন দাবি করেছে, তারা শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ওরিওল অঞ্চলের একটি তেল টার্মিনালে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
ওরিওলের গভর্নর আন্দ্রে ক্লিচকভ এক টেলিগ্রাম বার্তায় জানান, "ড্রোন হামলার পর একটি স্থাপনায় আগুন ধরে যায়।" গভর্নরের ভাষ্য অনুযায়ী, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম হয়। তবে স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা গেলেও তা পুরোপুরি নিভেনি। আগুনে কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।
ইউক্রেনের চিফ অব স্টাফ জানিয়েছেন, তাদের বাহিনী রাশিয়ার সীমান্ত থেকে ১৬৫ কিলোমিটার ভেতরে অবস্থিত স্ট্যালনয় কন এলাকায় একটি বড় তেলের ডিপোতে হামলা চালিয়েছে। চিফ অব স্টাফের মতে, এই তেল টার্মিনালটি ওরিওল শহরের উপকণ্ঠে অবস্থিত এবং এটি রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ চেইনের অংশ।
রাশিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবিতে রাতের আকাশে ধোঁয়ার কুণ্ডলী ও দাউ দাউ করে জ্বলা আগুনের দৃশ্য দেখা গেছে। আগুন ছড়িয়ে পড়ার সময় ঘটনাস্থল থেকে ধোঁয়ার ঘন মেঘ আকাশে উড়তে দেখা যায়।
বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবে কিয়েভ এ ধরনের পাল্টা আক্রমণ চালাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামো, এমনকি সীমান্তের ভেতরেও হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের সামরিক কৌশলগুলোকে রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এএফপি
আ. দৈ./ সাধ