বাংলাদেশের সঙ্গে সম্পর্কসহ ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে লোকসভায় কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় তিনি বলেছেন, আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেবে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস সংসদ সদস্য মণীশ তিওয়ারির এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা জানান।
‘ইসলামী শ্রমনীতি ছাড়া দুঃখী মানুষের ভাগ্য বদল হবে না’‘ইসলামী শ্রমনীতি ছাড়া দুঃখী মানুষের ভাগ্য বদল হবে না’
বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে ভারত ধারাবাহিক উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, যেমন ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বিষয়টি তুলে ধরা হয়েছে।
জয়শঙ্কর বলেন, বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া সত্ত্বেও বিশেষত সংখ্যালঘুদের প্রতি উদ্বেগজনক আচরণ অব্যাহত রয়েছে।
তিনি এ অঞ্চলের উন্নয়ন প্রকল্পের ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে নতুন সরকারের মাধ্যমে আমরা পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কে স্থির হব।
বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদার বাহিনী: ড. ইউনূসবাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদার বাহিনী: ড. ইউনূস।
এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে।
দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও কথা বলেন জয়শঙ্কর। পার্শ্ববর্তী বিভিন্ন দেশের উন্নয়ন প্রকল্পতে ভারতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান ও চীন ছাড়া আমাদের প্রতিবেশী প্রায় সব দেশেই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই।
আ. দৈ/ আফরোজা