সাম্প্রতিক রাজনৈতিক সংকটে থাকা ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর নাম আজ শুক্রবারই ঘোষণা করবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানা গেছে, শুক্রবার সকালে এই ঘোষণা আসবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় চলতি মাসের শুরুর দিকে, যখন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেন। এরপর থেকেই দেশটির রাজনীতিতে অচলাবস্থা তৈরি হয়।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার পোল্যান্ড সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফেরেন। এরপর বৃহস্পতিবার এলিসি প্রেসিডেনশিয়াল প্যালেস থেকে জানানো হয়, “নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা সংক্রান্ত বিবৃতি আগামীকাল সকালে প্রকাশিত হবে।”
বার্নিয়ের পদত্যাগের পর প্রেসিডেন্ট ম্যাক্রোঁরও পদত্যাগের দাবি ওঠে। বিরোধী দলগুলো মনে করে, ম্যাক্রোঁর পদত্যাগই দেশের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে পারে। তবে ম্যাক্রোঁ এই দাবি প্রত্যাখ্যান করেন এবং ২০২৭ সালে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেন।
কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী ?
নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনজন শীর্ষ নেতা—
সেবাস্তিয়ান লেকর্নু — বর্তমান প্রতিরক্ষামন্ত্রী
ব্রুনো রেটেইলেউ — স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রাঁসোয়া বায়রু — মধ্যপন্থি রাজনীতিক এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তিনজনের মধ্য থেকেই যেকোনো একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে ফ্রান্স, এমনটাই আশা করছে দেশটির নাগরিক ও রাজনৈতিক মহল।
আ. দৈ./ সাধ