মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের গুম হওয়া কর্মীদের উদ্ধারের দাবি জানিয়েছেন দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সেইসঙ্গে তিনি বলেছেন, ২০২৩ সালের ৪ ডিসেম্বর একদিনেই প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে.
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভবিষ্যৎ বাংলাদেশের মানবাধিকার ভাবনা ও ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
রাকিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শুধু ২০২৩ সালের ৪ ডিসেম্বর একদিনেই প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, যাতে করে ছাত্রদল আর মাথা তুলে দাঁড়াতে না পারে। তবুও তারা দমিয়ে রাখতে পারেনি।
তিনি বলেন, খুনি হাসিনার আমলে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, জুলাই-আগস্টের বাস্তবতায় তার বিচার করতে হবে। মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের যেসব কর্মী এখনো গুম অবস্থায় আছেন, তাদের উদ্ধারের দাবি করছি।
‘মানবাধিকার দিবসের কথা যদি বলতে হয়, তাহলে ছাত্রদলের কথা বলতেই হবে। কেননা, বিগত খুনি হাসিনার সরকারের আমলে সবচেয়ে বেশি মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে ছাত্রদল’, যোগ করেন রাকিব।
আ. দৈ./ সাধ