রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. আবদুল মোমেনকে নিয়োগের অনুমোদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ড. আবদুল মোমেনের নেতৃত্বে কমিশন পুনর্গঠন করা হয়েছে। এই কমিশনের অপর দু'জন সদস্য হচ্ছেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। দুদকের সপ্তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আবদুল মোমেন।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরেই দুদক পুনর্গঠনের ফাইলটি বঙ্গভবন থেকে গেজেট জারির জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিকেলে তাদের নিয়োগের দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়,গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদ খালি ছিল।
এদিকে ড. এম এ মোমেন গতকাল সোমবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগ করেন। পদত্যাগপত্র গৃহিত হবার পরই তাকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। আজ মঙ্গলবার সকালেই সেটি অনুমোদন করা হয়।
মোহাম্মদ আবদুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
সূত্র মতে, দুদকের সাবেক চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান, সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী, সাবেক সচিব মো. গোলাম রহমান, সাবেক সচিব মো. বদিউজ্জামান, সাবেক সচিব ইকবাল মাহমুদ ও সাবেক সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
আ. দৈনিক/ কাশেম