শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
জাতীয়
দুদকের ভেতরেই ঘুষ- দুর্নীতির অভিযোগ, চাকরি সুবাধে কোটিপতি, বেশ কয়জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা
আবুল কাশেম:
Publish: Sunday, 8 December, 2024, 8:46 PM  (ভিজিট : 130)
ছিবিতে- কথিত জ্বীনের বাদশাহ , দুদকের সাবেক ডিডি আবু বকর সিদ্দিক

ছিবিতে- কথিত জ্বীনের বাদশাহ , দুদকের সাবেক ডিডি আবু বকর সিদ্দিক


ঘুষ ও দুর্নীতি বিরোধী, নিজস্ব স্বাধীন আইনে পরিচালিত একমাত্র রাষ্ট্রীয় তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশনের(দুদক)। রাজধানীসহ সারাদেশে সরকারি.আধা-সরকারি,স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, সেক্টর করপোরেশন, সেবাখাত এবং ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয়সহ উন্নয়ন কার্যক্রমের নানা অনিয়ম,ঘুষ,দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থপাচারের অভিযোগ বেড়েই চলছে।

 আর এসব অপরাধের সাথে জড়িতদের ধরতে গিয়ে অনেক সময় দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একটা অংশ নিজেরাই ঘুষ-দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ক্রমেই বাড়ছে। ঘুষখোর, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিপুল পরিমান অবৈধ সম্পদের মালিকদের শক্তভাবে ধরতে গিয়ে উল্টো মোটা অংকের অবৈধ সুবিধা হাতিয়ে নিচ্ছেন দুদকের কতিপয় অসৎ কর্মকর্তা ও কর্মচারী। তারাও নামে বেনামে অঢেল সম্পদের মালিক হচ্ছে। মাঝে মধ্যে দুদকের দুই চারজনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি এবং বিপুল পরিমান অবৈধ সম্পদের মালিক হবার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এর বাইরে বড় বড় রাঘববোয়াল রয়েছেন ধরাছোয়ার বাইরে। 

কমিশন থেকে বিদায় নেয়ার পর তাদের দুই একজনের নাম প্রকাশিত হয়। ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার শুরুতেই ক্ষমতাসীন সরকার কৌশলে এই প্রতিষ্ঠানে স্বাধীনভাবে কাজ করতে নানা প্রতিবন্ধকতা তৈরি করে রাখছেন। সরকারের আজ্ঞাবাহ প্রতিষ্ঠান দুদকের ভেতরেই চলছে নানা সমস্যা। এক সরকার যাদের ধরতে বলে, পরের সরকার আবার আগের দুর্নীতিবাজদের ছাড়ার নির্দেশনা দেন। আর এই সুযোগে দুদকের ভেতরেই ঘুষ ও দুর্নীতি শক্ত অবস্থান নিয়েছে। অবশ্য দুদকের বেশ কিছু সৎ, দেশপ্রেমী,সাহসি এবং দক্ষ কর্মকর্তা রয়েছেন, এটাও সত্য।

সংশ্লিষ্ট সূত্র মতে,গত ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ৮বছরে দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ঘুষ,দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের সুনিদিষ্ট অভিযোগে দুদকের প্রায় ৭৫ জন কর্মকর্তা/ কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং অনুসন্ধান চলছে। এরমধ্যে গুরু অপরাধে লঘু দন্ড হয়েছে অনেকের। কঠোর সাজা হয়েছে মাত্র  ১০/১২ জনের। আর মামলা নিষ্পত্তি হয়নি প্রায় অর্ধেকের বেশি অভিযুক্তের বিরুদ্ধে।

সর্বশেষ খবরে প্রকাশ ২০২৩ সালে ঘুষ-দুর্নীতি ও নানা অভিযোগে সাময়িক বরখাস্ত দুদকের উপ পরিচালক মাহবুবুল আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলাটি তদন্তের স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাহবুবুল আলমের বিরুদ্ধে প্রেষণে আসা দুদকের পরিচালক মো. ইউসুফের তদন্ত প্রতিবেদনটি অপরাধীর পক্ষে থাকায় ওই প্রতিবেদন আমলে নেয়া হয়নি। বর্তমানে এসএম মফিদুল ইসলাম নামে আরেক পরিচালক অভিযুক্ত মাহবুবুল আলমের বিরুদ্ধে তদন্ত করছেন। ওই একই বছর দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর  রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একজন পরিচালক তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি তদন্ত  করছেন।

দুদকে কথিত জীনের বাদশাহ বলে খ্যাত উপ পরিচালক আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে বিবিন্ন লোকজনের কাছ থেকে বিপুল পরিমান ঘুষ গ্রহণ ও সুনিদিষ্ট দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে এবং মামলাটি তদন্ত চলছে।  তার বিরুদ্ধে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ অনেকের কাছ থেকে অনেক টাকা ঘুষ গ্রহণ, ঘুষের টাকা বিদেশে অর্থ পাচার, মানিলন্ডারিং এবং  রাজধানীতে একাধিক বাড়ি তৈরিসহ কয়েক শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনিদিষ্ট অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাটি তদন্ত করছেন দুদক পরিচালক আবদুল করিম।

২০২৩ সালে সহকারী পরিচালক সদীপ চট্রোপাধ্যায়ের বিরুদ্ধে ঘুষ দুর্নীতিও নানা অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি তদন্ত  করে প্রতিবেদন জমা দিয়েছেন দুদক পরিচালক নাসির উদ্দিন। নতুন কমিশন গঠন হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দুদকের উচ্চমান সহকারী মাহবুব হোসেন আফরাদ নামে একজন কর্মচারীকে দুর্নীতির অভিযোগে প্রথমে চাকরিচ্যূত করা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে এবং মানবিক বিষয় বিচেনায় তাকে নিম্নপদে পুনরায় চাকরি বহাল করা হয়। দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে শফিউল্লাহ নামে একজন গাড়ী চালক এবং কনস্টেবল ইমরানকে নানা অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছ। দুদকের কুমিল্লাহ জেলা কার্যালয়ে কর্মরত পুলিশের এসআই কামরুল হুদার বিরুদ্ধে ২০ লাখ টাকার ঘুষ দাবির সুনিদিষ্ট অভিযোগে বিভাগীয় মামলা দায়ের এবং তাকে সাময়িক বরখাস্ত হয়েছে।

সূত্র মতে, দুদকের ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালে যথাক্রমে ২৮, ৪, ১৫ ও ১৪ দুদক কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় মোট ৮জনকে  কঠোর শাস্তি ও ৬ জনকে স্বল্পমাত্রার সাজা দিয়েছে দুদক। আর অন্যভাবে নিষ্পত্তি হয়েছে ৩২টি মামলা। দুদকের গোয়েন্দা এবং প্রযুক্তির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ওপর সার্বক্ষণিক নজরদারি করে দুদক। দুদকের চাকরি বিধিমালায় বলা হয়েছে, দুদকের কর্মচারীরা বিশ্বস্ততা, সততা ও অধ্যবসায়ের সঙ্গে কমিশনের চাকরি করবেন এবং ক্ষমতার কোনো ধরনের অপব্যবহার করবেন না। একই বিধিমালায় বলা হয়েছে, কোনো কর্মচারীর আইনসম্মত আদেশ পালনে ব্যর্থতা বা অনীহা এবং চারিত্রিক স্খলন (ঘুষ গ্রহণ, অনৈতিক বা অসামাজিক কার্যকলাপ ইত্যাদি) বিষয়ক আচরণ কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না এবং এসব ক্ষেত্রে দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা হবে।
 ২০১৯ সালে কমিশনের দুজন কর্মকর্তা/কর্মচারীকে কঠোর সাজা ও একজন কর্মচারীকে স্বল্পমাত্রার সাজা দেয়া হয়েছে।

 একই বছর দুদক কর্মচারীদের বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ৩৬টি। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে নয়টি। ২০১৮ সালে তিনজন কর্মকর্তা/কর্মচারীকে কঠোর সাজা ও একজন কর্মচারীকে স্বল্পমাত্রার সাজা দেয়া হয়েছে। একই বছর দুদক কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলার সংখ্যা ছিল ১৬টি। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮টি। ২০১৭ সালে কমিশনের একজন কর্মকর্তা/কর্মচারীকে  সাজা ও দুজন কর্মচারীকে স্বল্পমাত্রার সাজা দেয়া হয়েছে। সে বছর বিভাগীয় মামলা ছিল ২৫টি, নিষ্পত্তি হয়েছে ১৩টি। আর ২০১৬ সালে কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছিল ২৬টি যার মধ্যে কঠোর সাজা পেয়েছেন দুজন, স্বল্পমাত্রার সাজা হয়েছে দুজনের এবং অন্যভাবে নিষ্পত্তি হয়েছে ১২টি মামলা।

এরআগে দুদকের পরিচালক খন্দার বাছির এবং পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমানের মধ্যে ৪০ লাখ টাকার ঘুষ দুর্নীতির মামলা হয়। ওই মামলার রায়ের পর পুলিশের ডিআইজি আদালত চত্বরে সাংবাদিকদের বলে ছিলেন দুদকের আরো অকের খন্দাকর বাছির রয়েছে। বাংলাদেশের দুর্নীতি কমাতে হলে সরকার, আমলা এবং রাজনীতিবিদদের দেশপ্রেম জাগ্রত হতে হবে। সেই সাথে দুদকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে রাজনীতি প্রভাবমুক্ত থাকতে হবে এবং দুদকের ’টপ টু বটম’  কর্মকর্তাদের দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

আজ, দৈ. /কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণে দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝