সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
জাতীয়
বিদেশি প্রভুদের নিয়ে স্বৈরাচার দেশে বিশৃঙ্খলা করছে : খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 6 December, 2024, 6:52 PM  (ভিজিট : 117)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি :




অন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে ‘বিদেশি প্রভুদের নিয়ে পতিত স্বৈরাচার’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে খন্দকার মোশাররফ এই অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

ডাকসুর সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় নব্বইয়ের ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, সুরঞ্জন ঘোষ প্রমুখ বক্তব্য দেন।

মোশাররফ হোসেন বলেন, আজকে আমরা দেখছি, ষড়যন্ত্র চলছে। আগের স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিতরা এই ষড়যন্ত্র করছে…আমাদের এখানে হিন্দু সম্প্রদায়…তারা কি শুধু গত তিন মাস যাবত বসবাস করে? যারা আমাদের স্বাধিকার আন্দোলন থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে বাস করেছে…আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু হিন্দু সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের সমস্যা সৃষ্টি করছে? সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে? এর একটাই উদ্দেশ—এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই অন্তবর্তী সরকার যাতে ব্যর্থ হয়, সেজন্য যত রকমের সমস্যা তারা করছে, তারা করবে।

খন্দকার মোশাররফ বলেন, আমরা যারা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশাত্মবোধে বিশ্বাসী, আমরা যারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতি দিকে যেতে চাই…তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, এই ঐক্যের জন্য আমরা এর আগেও আহ্বান জানিয়েছি…বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি যে, আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে।

খন্দকার মোশাররফ বলেন, এদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে লাভ হবে না। এদেশের মানুষের পরিচয় বাংলাদেশি…অতএব সকলে আমরা বাংলাদেশি…শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জাতিসত্ত্বার পরিচয় দিয়ে গেছেন। তিনি বলেন, ১৮ কোটি মানুষ যদি ধরি, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, যে দেশই হোক না কেনো, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। ইনশা ল্লাহ আমরা সফল হবে।

খন্দকার মোশাররফ আরও বলেন, এদেশের মানুষ প্রমাণ করেছে, তারা সরকারের পতন ঘটাতে পারে, সরকার প্রতিষ্ঠা করতে পারে। ভোটের মাধ্যমে পারে…ভোটের মাধ্যমে না পারলে ৫ আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে পারে, ’৯০ সালে ৬ ডিসেম্বরের মাধ্যমে পেরেছিল। অতএব বাংলাদেশের মানুষ এটা বার বার প্রমাণ করেছে।


আ. দৈ/ আফরোজা  


আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি
রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝