কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত ১০০ দিনের বিশেষ কর্মসূচি উপলক্ষ্যে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও গোপালগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং ২য় কর্মকর্তাগণের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার বিডিএস ভবন, বরিশাল-এ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। বরিশাল বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও জেলা প্রশাসক, বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা। এসময়ে কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা, ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মো: মোমতাজ উদ্দিন, খুলনা বিভাগীয় প্রধান মো: নজরুল ইসলাম খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে উত্তম গ্রাহক সেবা প্রদান এবং সেই সাথে চলমান কর্মসূচিতে সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিভাগীয় কমিশনার, বরিশাল তাঁর বক্তব্যে, প্রতিটি শাখা ব্যবস্থাপক ও প্রত্যেক সহকর্মীদের প্রতিবছর ন্যূনতম একজন গ্রাহককে পূর্ণ স্বাবলম্বী করে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। এর ফলে ধীরে ধীরে কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সাড়া দেশে ব্যাপক সাড়া পড়বে।
তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, বরিশাল অঞ্চলে যেখানে প্রচুর শস্য উৎপাদিত হয় সেখানে ফসল প্রক্রিয়াকরণ শিল্পে ঋণ প্রবাহ বৃদ্ধি করে কর্মসংস্থান ব্যাংককে এগিয়ে আসার আহবান জানান। জেলা প্রশাসক, বরিশাল তাঁর বক্তব্যে, কর্মসংস্থান ব্যাংককে গ্রিণ ফাইন্যান্স ও চাল প্রক্রিয়াকরণে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে উন্নত গ্রাহক সেবা, ডিজিটাইলেজেশন, ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের আদায় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতকরণ, কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি সফল করার আহবান জানান। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম /রমজান