লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গতকাল সোমবার ইসরাইলি হামলায় নয় জন নিহত হয়েছে। ইসরাইলের দাবি এক ভঙ্গুর যুদ্ধবিরতি চলাকালে হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলার প্রতিশোধ নিতে তারা এসব হামলা চালিয়েছে। খবর এএফপির।
জেরুজালেম থেকেব এএফপি জানায়, ইসরাইল ও হিজবুল্লাহ উভয়ই সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হয়। লেবাননে হাজার হাজার মানুষ হত্যা ও সীমান্তের উভয় দিকে ব্যাপক বাস্তুচ্যুত হওয়ায় যুদ্ধটির অবসান ঘটাতে বুধবার যুদ্ধ বিরতিটি কার্যকর হয়।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা লেবাননে হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামোতে, কয়েক ডজন লঞ্চার আঘাত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল দাবি করেছে, লেবানন সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের দায়িত্ব পালন করবে এবং হিজবুল্লাহর শত্রুতামূলক কার্যকলাপ প্রতিরোধ করবে।’
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে হামলায় হারিস গ্রামে প্রাথমিকভাবে পাঁচজন নিহত ও দু'জন আহত হয়েছে। তালুস গ্রাামে, আরও চারজন নিহত ও একজন আহত হয়েছে।
এর আগে, হিজবুল্লাহ জানায়, এটি ইসরাইল ও লেবাননের মধ্যকার সীমান্ত
এলাকার একটি বিতর্কিত দখলকৃত অংশ ‘কফার শোবার পাহাড়ে’ একটি ইসরাইলি অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে।
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহ বিতর্কিত হার ডভ এলাকায় তাদের এক পোস্টের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ওই হামলার পর, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে ‘গুরুতর লঙ্ঘনের’ জন্য অভিযুক্ত করেছেন এবং কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি বজায় রাখতে এবং হিজবুল্লাহর যেকোনো লঙ্ঘনের প্রতিক্রিয়া জানাতে দৃঢ়প্রতিজ্ঞ, তা যত ছোট বা গুরুতর হোক না কেন।’
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। এর কিছুক্ষণ পরে, ইসরাইলি সামরিক বাহিনী জানায় তারা লেবাননে লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি দক্ষিণ লেবানন এলাকায় হামলার খবর দিয়েছে। ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরবর্তী এলাকাটিতে হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করেছে ।
আ. দৈ./ সাধ