বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
ধর্ম
বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে ষ্মারকলিপি প্রদান
সিলেট প্রতিনিধি:
Publish: Monday, 2 December, 2024, 6:14 PM  (ভিজিট : 182)

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে সিলেটের জেলা প্রসাসক কার্যালয়ে অবস্থান নিয়ে সোমবার (২ ডিসেম্বর) ষ্মারকলিপি পেশ করেছেন সাদপন্থীরা। সকালে সিলেটের বিভিন্ন পয়েন্ট থেকে খন্ড খন্ড জমায়েত নিয়ে সিলেটের জেলা প্রসাসক কার্যালয়ে অবস্থান নেন তারা। পরে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার উজ জামানের মাধ্যমে প্রধান উপদেষ্ট বরাবর ষ্মারকলিপি ষ্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় সাদপন্থীদের তাবলীগের বিপুল সংখ্যক সাথীরা উপস্থিত হোন। তাদের দাবি, অপ্রচারের মাধ্যমে মাওলানা সাদকে দীর্ঘ সাত বছর ইজতেমা থেকে দূরে রাখা হয়েছে। ইজতেমায় মাওলানা সাদকে চান তারা। পরে পুলিশ সুপার কার্যালয়েও ষ্মারকলিপি দেন তারা।

নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারার সাথীদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন সিলেট জেলার আমির ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুছ ও মো. তাজ উদ্দিন। তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আজ থেকে প্রায় একশ বছর আগে ভারতের দিল্লীস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হযরত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ (সাঃ) ও ছাহাবা (রাঃ)এর তরীকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানেও উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ হতে বিশ্ব আমীর হযরত মাওলানা সা'দ কান্দলভী (দাঃ বাঃ) এর মাধ্যমে এটি সমগ্র বিশ্বে পরিচালিত হচ্ছে এবং ক্রমাগত প্রচার-প্রসার লাভ করছে। নিজামুদ্দীন বিশ্ব মার্কাজকে যাঁরা অনুসরণ করছেন তাঁরাই আসল তাবলীগওয়ালা ।

দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর হযরত মাওলানা সা'দ (দাঃবাঃ) সম্পর্কে দেওবন্দ মাদ্রাসাকে উদ্ধৃত করে তথাকথিত মাওলানা জুবায়ের পন্থীগণ এবং তাদের প্ররোচনায় কিছু আলেম অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রকৃত বিষয় হলো ভারতের দেওবন্দ মাদ্রাসার কিছু ব্যক্তির সাথে উনার মতপার্থক্য সৃষ্টি হয়েছিল। বিষয়টি মীমাংসা হয়ে গেছে মর্মে দেওবন্দ মাদ্রাসার সর্বোচ্চ কর্ণধার বিশ্ব বরেণ্য আলেম হযরত মাওলানা আরশাদ মাদানী (দাঃবাঃ) গত ফেব্রুয়ারি ২৪ মাসে বাংলাদেশে এসে স্পষ্টভাবে জানিয়ে গিয়েছেন। উনার অডিও রেকর্ড আমাদের সংরক্ষণে আছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেওবন্দ মাদ্রাসা কখনোই হযরত মাওলানা সা'দ (দাঃবাঃ)কে বাংলাদেশে আসতে বাধা দেওয়া বা উনাকে যারা আমীর মানেন তাঁদের মসজিদে আমাল বন্ধ করা বা বাধা দেওয়ার কথা বলেননি। বরং দেওবন্দ মাদ্রাসার ৬৯৫১৮ নং ফতোয়া হলো- নিজামুদ্দীন মার্কাজওয়ালাদের যে গোমরাহ বলবে সে নিজেই গোমরাহ। এছাড়া দেওবন্দ মাদ্রাসার ৬৯১৫৮, ১৫৬১৩১, ১৬৫৩৯৫, ১৫২৬৮৭ নং ফতোয়াসমূহে নিজামুদ্দীন মার্কাজের অনুসারীদের মসজিদে আমাল করতে বাধা দেওয়াসহ তাদের ব্যাপারে আপত্তিকর কথা বলার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। দেওবন্দ মাদ্রাসার ওয়েবসাইটে ফতুয়াসমূহ রয়েছে। অপর বিশ্ব বরেণ্য আলেম পাকিস্থানের হযরত মাওলানা মুফতি ত্বকী উসমানী (দাঃবাঃ) অক্টোবর ২৪ মাসে সৌদ আরবে অবস্থানকালে স্পষ্টভাবে জানিয়েছেন তাবলীগের উভয় পক্ষই হক। তাহলে আসল তাবলীগওয়ালাদের মসজিদে আমাল বন্ধ করার জন্য যারা অপতৎপরতা চালাচ্ছে তারা ইসলাম দরদি নয় বরং সন্ত্রাসী।

এজন্য আমরা সিলেট জেলার দাওয়াত ও তাবলীগের সাথীগণ নিম্নবর্ণিত দু'টি বিষয়ে আপনার নিকট দাবী জানাচ্ছি

১। কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর হযরত মাওলানা সা'দ (দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না। বিগত ৭ বছর যাবৎ আমরা কোরআন ও হাদিসের আলোকে উনার মূল্যবান বক্তব্য শুনা থেকে বঞ্চিত হচ্ছি অথচ তিনি ইতোপূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে ছফর করে চলেছেন। তাই এবছর যাতে আমাদের বিশ্ব আমীর হযরত মাওলানা সা'দ (দা.বা.) অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সেজন্য আমরা জোর দাবী জানাচ্ছি।

২। বিগত ৭ বছর যাবৎ মাওলানা জুবায়েরপন্থীগণ আমাদের মূলধারার সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারপিঠ, হত্যা ও জুলুম-নির্যাতন এবং কুৎসা রটনা ও অপপ্রচার চালাচ্ছে। যা ইসলামি শরিয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লংঘন। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির জন্যও দাবী জানাচ্ছি।-বিজ্ঞপ্তি

আ. দৈ./ কাশেম /রাধে মল্লিক 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
ধর্ম- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝