চট্টগ্রাম আদালত চত্তরে আইনজীবী সমিতির সদস্য ও সরকারি আইন কর্মকর্তা অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের ঘটনায় নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের ধর্মপ্রান মুসলমানের আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় হতে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরঙ্গী মোড়ে মিলিত হয়। সেখানে তাদের সাথে একাত্ততা ঘোষণা করে সংক্ষিপ্ত সমাবেশ করেন জেলা আইনজীবী ফোরামের সদস্যসহ জেলা বিএনপি।
এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি সাইয়েদুজ্জামান বাবু, মোঃ ইসমাইল হোসেন, মেহেদী হাসান আশিক, সৈয়দ গোলাম আজম, রায়হান উল জান্নাত, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সহ-সভাপতি মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও সরকারী কৌসুলি (জিপি) আবু মোহাম্মদ সোয়েম, সহ-সভাপতি ও নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আল মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড.আসাদুজ্জামান খান রিনো, জেলা ল-ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, সহ-সভাপতি অ্যাড. আনিছুর রহমান আজাদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ পাটোয়ারীসহ অনেকে।
বক্তারা বলেন, গত মঙ্গলবার চট্টগ্রামে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আদালতপাড়া থেকে আইনজীবী সাইফুল ইসলামকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবীরা এ হত্যাকান্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেছেন বিক্ষোভকারীরা। তাই আ্যডভোকেট সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারসহ ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা।
আ. দৈ. /কাশেম/হারুন