হেফাজতে ইসলামের ঢাকা জেলা (উত্তর)’র নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে চক্রান্ত মূলক মিথ্যাচার এবং চিহ্নিত মহলের ইন্ধনে হয়রানি করার প্রতিবাদে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে দলটির নেতারা।
রবিবার (২৪ নভেম্বর) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বককর সরকার ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবিরের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা জেলা (উত্তর) শাখার পক্ষে সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজর রহমানসহ কয়েকজন নেতার স্বাক্ষরীত এই স্মারকলিপি প্রদান করা হয়।
এঘটনায় কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বকর সরকার।
হেফাজত নেতারা বলেন, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ-এর মানহানি এবং সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার লক্ষ্যে সাভারের চিহ্নিত একটি মহলের চক্রান্ত ও ইন্ধনে গণমাধ্যমে অসত্য সংবাদ প্রকাশ এবং সেই ভিত্তিহীন সংবাদে পুলিশ প্রশাসন কর্তৃক হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে হয়রানি করা হচ্ছে। মাওলানা নূর মোহাম্মদকে পুনরায় যদি হয়রানি করা হয় তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা (উত্তর) শাখা কঠোর ব্যাবস্থা গ্রহন করার কথা জানান নেতারা।
প্রসঙ্গত, ঢাকা জেলা হেফাজত উত্তরের নায়েবে আমির সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার মডেল থানা ও আদাবর থানায় দুটি মামলা দায়ের করেন করা হয়। এসব মামলায় সম্প্রতি তাকে তার ট্রাভেল প্রতিষ্ঠানে গ্রেপ্তার করতে আসলে নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ তাকে গ্রেপ্তার না করেই ফিরে যায়।
আ. দৈ. /কাশেম / সেলিম