ছবিতে- লাল দাগের আ’লীগ কর্মচারী নেতারা বর্তমানে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নতুন কমিটিতে আছেন,,,,,
গত জুলাই-আগস্ট ২৪’ এ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পট-পরিবর্তনের সাথে সাথেই রাতারাতি রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকে আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক
কর্মচারী ইউনিয়নের প্রভাবশালী নেতারা আজ মোটা অংকের অর্থের বিনিময়ে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের কমিটিতে ঠাই পেয়েছেন। জনতা ব্যাংকের কেন্দ্রিয় কমিটি থেকে শুরু করে বিভিন্ন জেলা ও শাখা কমিটিতে গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের নেতারা একচেটিয়া জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নতুন কমিটিতে স্থান পাচ্ছেন। আর এই বিষয়টি নিয়ে জনতা ব্যাংকে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের ত্যাগী ও পরিক্ষিত নেতা- কর্মীদের মাঝে প্রচন্ড ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মোটা অংকের বাণিজ্যের অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
শুধু তাই নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ডের পক্ষ থেকে জারি করা কঠোর নির্দেশনা অমান্য করে জনতা ব্যাংকের সদ্য অবসরে যাওয়া জাতীয়বাদী সিবিএ নেতা রফিকুল ইসলাম জনতা ব্যাংকে আওয়ামী লীগ কর্মচারী ইউনিয়নেরে নেতাদের কৌশলে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নে পুনরবাসনের প্রকল্প বাস্তবায়ন করছেন। অথচ দীর্ঘদিন যাবৎ জনতা ব্যাংকে আওয়ামী লীগ কর্মচারী ইউনিয়নেরে ওইসব নেতাদের দ্বারা অমানবিক অত্যাচার এবং হয়রানীর শিকার হয়েছেন জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তা ও কর্মচারীরা।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, নৈতিকতা বিবর্জিত কর্মকান্ডে জড়িয়ে পড়েছে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন (রেজি: বি-১১৯১)। বিগত আওয়ামী সিবিএর পদধারী নেতারাও জাতীয়তাবাদী সিবিএ’র কমিটির বিভিন্ন পদে স্থান পেয়েছেন। আওয়ামী সিবিএ নেতাদের ঋন জালিয়াতি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের পথ-ঘাট চেনা-জানা থাকায় তাদেরকে জাতীয়বাদী সিবিএ কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিয়মনীতি তোয়ক্কা না করে চাপ প্রয়োগ করে জাতীয়বাদী সিবিএ নেতা রফিকুল ইসলাম অবসরে থাকা অবস্থায় ৪২ লাখ টাকার হাউজ লোনের সুদ মওকুফ করিয়ে নেয়া, বদলি বাণিজ্য, অফিসারদের অপমানসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে জাতীয়বাদী সিবিএ।
জানা গেছে, জনতা ব্যাংক প্রধান কার্যালয়ে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের অনুমোদন দেয় অক্টোবর মাসের ৯ তারিখ। এই কমিটি অনুমোদন দেয়ার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করেন জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এই রফিক জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পদেও রয়েছেন। নতুন কমিটি অনুমোদনে আরো স্বাক্ষর রয়েছে সভাপতি মো. বাবুল সিকদার ও কার্যকরী সভাপতি মো রহমত উল্লাহ রমু।
কমিটি অনুমোদন পত্রে দেখা যায়, নতুন গঠিত জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের কমিটিতে স্থান পাওয়া লোকজনের অধিকাংশই বিগত আওয়ামীলীগের সময়ে জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নে (রেজি: নং বি-২০৮৩) বিভিন্ন পদে ছিল। গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নটি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত। কর্মচারী ইউনিয়নগুলো সিবিএ বা কালেক্টিব বার্গেইনিং এজেন্ট নামে অধিক পরিচিত।
আওয়ামী কর্মচারী ইউনিয়নের যারা জাতীয়তাবাদী ইউনিয়নে স্থান পেয়েছেন তারা হলেন নাসির উদ্দীন ভূইয়া, সভাপতি, প্রধান কার্যালয় (এসএমই ডিপার্টমেন্ট) তিনি বঙ্গবন্ধু পরিষদের সহ দপ্তর সম্পাদক ছিলেন। নজরুল ইসলাম, সহ-সভাপতি (ট্রান্সপোর্ট ডিপার্ট মেন্ট), আওয়ামীলীগের কমিটিতে ছিলেন। মো জাফর আলী শিকদার, সহ-সভাপতি (ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট), আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিবিএ’র ক্রিড়া সম্পাদক ছিলেন।
নজরুল ইসলাম, সহ-সভাপতি (একাউন্টস ডিপার্টমেন্ট) আওয়ামীলীগের কমিটিতে ছিলেন। মো. মিজানুর রহমান, সহ-সভাপতি (ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট), আওয়ামীলীগের সিবিএর কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক ছিলেন। মো আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক( ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট), আওয়ামীলীগের সিবিএর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলেন। মো জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক (ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট), আওয়ামীলীগের সিবিএর কমিটিতে ছিলেন। মো আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক (স্টেট ডিপার্টমেন্ট), আওয়ামী লীগের সিবিএর কমিটিতে ছিলেন। মো আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক (আইসিডি ডিপার্টমেন্ট), আওয়ামী লীগের সিবিএর কমিটিতে ছিলেন। মো সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক (ওয়েল ফেয়ার ডিপার্টমেন্ট) আওয়ামী লীগের সিবিএর কমিটিতে ছিলেন। মো জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক (ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট), আওয়ামী লীগের সিবিএর কমিটিতে ছিলেন। উত্তম কুমার দাশ, অর্থ সম্পাদক (ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট), আওয়ামী লীগের সিবিএর কমিটিতে ছিলেন।
আশরাফ উদ্দিন রাজন, দপ্তর সম্পাদক (ট্রেজারি ডিপার্টমেন্ট), আওয়ামী লীগের সিবিএর কমিটিতে ছিলেন। আমীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক (জিএম সচিবালয়), আওয়ামী লীগের সিবিএর কমিটিতে ছিলেন। নুরুল ইসলাম হিরন, ক্রিড়া সম্পদক (কোম্পানি অ্যাফেয়ার্স), আওয়ামী লীগের সিবিএর কমিটিতে ছিলেন। মোহাম্মদ আলী, শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক ( আরসিডি-৪), আওয়ামী লীগের সিবিএর কমিটিতে ছিলেন।
৪৮ মতিঝিল ভবন কমিটি, চুয়াডাংগা এরিয়া কমিটি, লোকাল অফিস কমিটি, বিমান ভবন ও ষ্টাফ কলেজ কমিটি এবং প্রধান কার্যালয় কমিটি অধিকাংশ আওয়ামীগ দিয়ে জনতা ব্যাংক জাতীয়তাবাদী সিবিএ কমিটি করা হয়েছে।
নিয়ম বহির্ভূত সুদ মওকুফঃ
জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং জাতীয়তাবাদী সিবিএ নেতা মোঃ রফিকুল ইসলাম ২০২৩ সালের জুন মাসের ৩০ তারিখ এলপিআরএ যায় এবং ২০২৪ সালের ১ জুলাই থেকে অবসর শুরু হয়। ৫ জুলাই পটপরিবর্তনের পরে অবসরে থাকা অবস্থায় আবেদন করে ক্ষমতার দাপট দেখিয়ে ৪২ লাখ টাকার সুদ মওকুফ করিয়ে নেয় এই সিবিএ নেতা।
সুদ মওকুফের ডকুমেন্টে নিজেকে অসুস্থ রোগী দেখিয়ে নিজ ব্যাংকেরই একটি মেডিকেল সার্টিফিকেট দাখিল করে। যাতে খরচের কোনো সাপোর্টিং ভাউচার নেই।
এ বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, আমি আবেদন করতেই পারি। নিয়মঅনুযায়ী আবেদন মঞ্জুর হবে কি-না তা দেখার দায়িত্ব বোর্ডের। জনতা ব্যাংকের ৮২২তম সভায় কিভাবে বিধি বহির্ভূত আবেদন মঞ্জুর করা হয়েছে তা জানতে চাইলে হেড অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. শরিফ উল্লাহ বলেন, শাখা থেকে যেভাবে আমাদের কাগজপত্র দেয়া হয়েছে সেভাবে বোর্ডে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি ভালভাবে দেখা হয়নি মর্মে স্বীকার করে তিনি বলেন, অনেক কাজ করতে হয়। অনেক সময় চোখ এড়িয়ে যায়।
রফিকুল ইসলাম এক সুস্থ সবল মানুষ। অবসরে যাবার পরেও এখনো প্রতিদিন জনতা ব্যাংক হেড অফিসে বসে নানা তদবির করে যাচ্ছেন এমন লোককে কিভাবে রোগীর সুবিধা দিলেন- এমন প্রশ্নের উত্তরে শরিফ উল্লাহ বলেন, তার মেডিকেল ডকুমেন্টের সঙ্গে ল্যাব টেস্টের খরচের ভাউচার চাওয়া হলে বোঝা যেত তিনি আসলেই রোগী কি-না।
অবৈধভাবে ঋন মওকুফের অর্থ দিয়ে রফিকুল ইসলাম সঞ্চয়পত্র কিনেছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরো জানান, প্রধান কার্যালয়ঃ জাতীয় শ্রমিক লীগের জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মচারী ইউনিয়ন কমিটির দপ্তর সম্পাদক নাসির উদ্দিন ভূইয়াকে প্রধান কার্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি করে গত ৯/১০/২০২৪ তারিখে বিএনপি পন্থী সেক্রেটারী রফিকুল ইসলাম, সভাপতি বাবুল শিকদার, কার্যকরী সভাপতির স্বাক্ষরে কমিটি অনুমোদন করেছেন। অনুরূপভাবে উক্ত আওয়ামীপন্থী কমিটির জাফর আলী সিকদার, মিজানুর রহমান, আবুল হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন খান, আসাদুজ্জামান, আবুল কাশেম, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, উত্তম কুমার দাশ, আশরাফ উদ্দিন রাজন, আমির হোসেন, নূরুল ইসলাম হিরন, মোহাম্মদ আলী কে শ্রমিকলীগের অন্তর্ভূক্ত কর্মচারী ইউনিয়ন থেকে শ্রমিকদলের অন্তর্ভূক্ত কর্মচারী ইউনিয়নের যোগদান করিয়ে এই কমিটি দেয়া হয়েছে।
৪৮ মতিঝিল ভবন কমিটিঃ শ্রমিক লীগের অন্তর্ভূক্ত গনতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের রফিক-আনিস প্রদত্ত ১০/.০৭/২০২৪ ইং তারিখের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি আব্দুল হক এবং সাধারন সম্পাদক সোহেল রানাকে এই ইউনিটের শ্রমিক দলের অন্তর্ভূক্ত জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন কমিটির সভাপতি ও সেক্রেটারী করা হয়েছে। ৩৯ সদস্যের কমিটি হতে ৩০ জনকে নিয়ে রফিকুল ইসলাম গং এই ইউনিটের কমিটি দিয়েছেন।
চুয়াডাংগা এরিয়া কমিটিঃ শ্রমিক লীগের অন্তর্ভূক্ত গনতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের রফিক-আনিস প্রদত্ত ২৪/.০১/.২০২২ ইং তারিখে সভাপতি টিপু সুলতানকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সোলাইমান কে সেক্রেটারী করে শ্রমিক দলের অন্তর্ভূক্ত জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের রফিকুল ইসলাম গং এই ইউনিটের কমিটি অনুমোদন করেছেন। এছাড়া ঐ কমিটির আবু হামজাকে কার্যকরী সভাপতি, আলাউদ্দিন আল আজাদকে সহ-সভাপতি, আব্দুল আলিমকে সাংগঠনিক সম্পাদক, আবু বকর সিদ্দিককে যুগ্ম-সাধারন সম্পাদক এবং রফিকুল ইসলাম কে দপ্তর সম্পাদক করা হয়েছে।
লোকাল অফিস কমিটিঃ মতিঝিলস্থ লোকাল অফিসের শ্রমিক লীগের অন্তর্ভূক্ত গনতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের রফিক-আনিস কমিটি হতে এনে বিজয় চন্দ্র দাস কে সেক্রেটারী, গোলাপ হোসেনকে যুগ্ম-সাধারন সম্পাদক, গৌর চন্দ্র পাল ও সুরেশ চন্দ্র দত্ত কে সহ-সভাপতি, শ্রীধাম চন্দ্র দাস ও আব্দুল কাদেরকে সহ-সাধারন সম্পাদক, আব্দুল মালেককে সাংগঠনিক সম্পাদক করে শ্রমিক দলের অন্তর্ভূক্ত জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের রফিকুল ইসলাম গং গত ৫,.১১.২০২৪ ইং তারিখে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের লোকাল অফিস কমিটি অনুমোদন দিয়েছেন।
বিমান ভবন ও ষ্টাফ কলেজ কমিটিঃ শ্রমিক লীগের অন্তর্ভূক্ত গনতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের সিবিএ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম মোল্লাকে সভাপতি করে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গত ১৬.১০.২০২৪ তারিখে শ্রমিক দলের রফিকুল ইসলাম গং অনুমোদন করেছেন। এই কমিটিতে আরও যেসকল আওয়ামী সদস্যদেরকে অন্তর্ভূক্ত করা হয়েছে তারা হলো- শ্রী গংগা, নাজির আহমেদ, মোঃ ইসমাইল, ওয়াহেদুজ্জামান খান, সফিকুর রহমান, গোলাম হোসেন, সালেহ আহমদ, সিদ্দিক হাওলাদার, আব্দুল মালেক, আবুল হোসেন মোল্লা, মোমেজ উদ্দিন, বিমল চন্দ্র দাস, গোপাল চন্দ্র দাস, নূরুল ইসলাম খোকন, মোঃ রফিক প্রমূখ।
আ. দৈ. /কাশেম