ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৪১ কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।ওই মামলায় আসামিদেও জামিন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া তিন জন হলেন; সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিন,বিমানের সাবেক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ এবং সাবেক পরিচালক ফজলে কবির।
দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালে মিশর (ইজিপ্ট) এয়ার থেকে পাঁচ বছরের জন্য দুটি পুরনো ও ত্রুটিপূর্ণ বোয়িং ৭৭৭-২০০ ইআর বিমান ভাড়ায় নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তি অনুযায়ী রক্ষণাবেক্ষণ না হওয়ায় বিমান পরিচালনায় বিপর্যয় দেখা দেয়। একাধিকবার ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং অতিরিক্ত ইঞ্জিন ভাড়ায় নিতে হয়, যা অল্প সময়েই অকার্যকর হয়ে পড়ে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ইঞ্জিন মেরামতে বিপুল অর্থ ব্যয় হয়।
চুক্তিতে সময়সীমা নির্ধারণ না থাকায় ইজিপ্ট এয়ার ও মেরামতকারী প্রতিষ্ঠানের কাছে অর্থ পরিশোধ করতে বাধ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার ফলে রাষ্ট্রের ক্ষতি হয় প্রায় ৭৪১ কোটি টাকা।
এই ঘটনায় ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে উপপরিচালক আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে প্রথমে ১৬ জনকে অভিযুক্ত করা হয়। পরে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়ায় মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এর মধ্যে বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কেভিন জন স্টিল ইতোমধ্যে মারা গেছেন। গত ৫ নভেম্বর আদালত ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে এবং পলাতক সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আজ আদালতে আত্মসমর্পণ করে তিনজন জামিন পান।
আ. দৈ,./কাশেম