মশক নিয়ন্ত্রণে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকাধীন ৬৪৫ টি মসজিদে এডিস মশা প্রতিরোধে জুমা'র নামাজের খুতবায় জনসচেতনতামূলক বার্তা ও মুসল্লীদের উদ্ধুদ্ধ করতে লিফলেট বিতরনের মাধ্যমে প্রচারণা চালানো হয়। ডিএসসিসিতে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ রোববার (১৭ নভেম্বর) ডিএসসিসির তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার (১৫ নভেম্বর) ডিএসসিসির এলাকাধীন ৬৪৫ টি মসজিদে এডিস প্রতিরোধে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনগনের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।
এছাড়া বিগত ১৩ ও ১৪ ই নভেম্বর তারিখে মোট ৫৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে "বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা" অভিযান পরিচালনা করা হয়। প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে।
আ. দৈ. /কাশেম