জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, স্বর্ণ চোরাচালান রোধ, কর প্রক্রিয়া সহজ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয়া হবে।আলু, পেঁয়াজ ও চিনির যৌক্তিক মূল্য নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন চেয়ারম্যান। দেশের অভ্যন্তরে আমদানি রেকর্ডের তুলনায় স্বর্ণের পরিমাণের অসামঞ্জস্যতাও তুলে ধরেন তিনি।
আজ রোববার (১৭ নভেম্বর) বিমানবন্দর কাস্টমসে যাত্রী সেবা হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এই ভারসাম্যহীনতা নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনতে হবে। যেকোনো বিমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানে সহায়তার প্রমাণ পেলে নিষেধাজ্ঞা ও রুট পারমিট বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
উন্নত করদাতা পরিষেবা ট্যাক্স রিটার্ন জমা দেয়ার জন্য আগামী বছর মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা ঘোষণা করে চেয়ারম্যান। কর প্রদানের প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য অগ্রগতি।জটিলতা কমাতে কর কর্মকর্তা ও করদাতাদের মধ্যে সরাসরি মিথস্ক্রিয়া কমিয়ে আনার ওপর জোর দেন তিনি।
কর প্রদান আরো সহজ করতে ডেবিট ও ক্রেডিট কার্ড লেনদেনের সুবিধা দেয়া হয়েছে। কার্ডের মাধ্যমে ২৫ হাজার টাকার কম পেমেন্টের ক্ষেত্রে প্রসেসিং ফি ২০ টাকা এবং এর বেশি পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ টাকা ফি দিতে হবে।
তিনি আরো বলেন, আগামী বছরের মধ্যে সমস্ত করপোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে আনা হবে।মূল্য নিয়ন্ত্রণ এবং ট্যারিফ সমন্বয় রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেছে এনবিআর।
তিনি বলেন, ভোক্তাদের বোঝা আরো কমাতে সরকার শিগগিরই খেজুরের ওপর শুল্ক হ্রাস করতে চলেছে।তিনি আরো বলেন, শুল্ক দ্বিগুণ কমানোর কারণে চিনির দাম এখন নাগালের মধ্যে রয়েছে এবং ডিমের আমদানি শুল্ক ইতোমধ্যে কমানো হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের দাম বেড়েছে স্থানীয় বাজারে।
যাত্রী সুবিধা নিশ্চিত করা বিমানবন্দরে যাত্রী হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চেয়ারম্যান বলেন, কর্তৃপক্ষ প্রতিরোধমূলক ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।তিনি বলেন, ‘কাস্টমস সার্ভিস-সংক্রান্ত যেকোনো অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে। দুঃখজনক, অনেক নাগরিক তাদের অধিকার সম্পর্কে সচেতন নয় এবং সমস্যাগুলো রিপোর্ট করতে দ্বিধা বোধ করে।’
এখন অভিযোগ করার প্রক্রিয়াটি আরো সহজ করা হয়েছে। যাত্রীরা এখন অনলাইনে অভিযোগ দায়ের করতে পারেন।‘কাস্টমসের সেবা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিকদের অধিকার।’ অনলাইনে জমা দেয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও আশ্বাস দেন চেয়ারম্যান।
আ. দৈ. /কাশেম