মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বন্দর এলাকায় ড্রেজার বেইজের সামনে যমুনা নদীর তীরে রাখা ড্রেজারের 'ফোমটাইপ প্লাস্টিক ফ্লোটারে' অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে শিবালয়ের আরিচা বন্দর এলাকার ড্রেজার বেইজ অফিস থেকে এক থেকে দেড়'শ গজ দূরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে যমুনা নদীর তীরে রাখা ড্রেজারের পাইপ ভাসিয়ে রাখার 'ফোমটাইপ প্লাস্টিক ফ্লোটারে' আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে রাখা প্রায় ৭৯টি ফ্লোটার পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে, শিবালয় ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। পরে, ঘিওর থেকে ফায়ার সার্ভিসের আরো ১টি ইউসিট আরিচা ঘাটে আসে।
শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান, আরিচা বন্দর এলাকার ড্রেজার বেইজ অফিসের নিকটে নদীর তীরে রাখা প্লাস্টিক ফ্লোটারে আগুণ লাগে। আর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এদিন সকাল ৮টা ৪০ এর দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রথমে শিবালয়ের দুটি ইউনিট কাজ করে আগুণ নিয়ন্ত্রণে আনার পর ঘিওর থেকে আরও একটি ইউনিট আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো তা বলা যাচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। তবে, এ ব্যাপারে বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিটের ম্যাকানিক্যাল বিভাগের নির্বাহী প্রকৌশী শরীফুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
আ. দৈ. /কাশেম / সুমন