রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক সেবার মানকে সমৃদ্ধ করেতে ও সেবা গ্রহীতাগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করে চকরিয়া সচেতন নাগরিক কমিটি।
গত ১২ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি, চকরিয়া কর্তৃক আয়োজিত “জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা-২০২৪” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ফখরুল ইসলাম বলেন “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় শুদ্ধাচার কৌশল একটি গুরত্বপূর্ণ পদক্ষেপ, যা প্রাতিষ্ঠানিক সেবার মানকে সমৃদ্ধ করে এবং সেবাগ্রহীতাগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করে।
পেশাগত জীবনে আমরা যত বেশি শুদ্ধাচার চর্চা করবো ততো বাড়বে আমাদের নৈতিক শক্তি, যার প্রভাব পড়বে আমাদের ব্যক্তি জীবনে। নৈতিকতার এই মহৎ শক্তি ব্যক্তি থেকে ছড়িয়ে পড়বে জাতি পর্যায়ে। নৈতিকতার এই চর্চা-ই আমাদের পৌঁছে দেবে মানবিক মহাসমাজ গড়ার পথে, যেখানে রুদ্ধ হবে সকল অপতৎপরতা। সকলের সম্মিালিত শুদ্ধাচার কৌশলের ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে আমরা অচিরেই অর্জন করতে পারবো টেকসই উন্নয়ন অভীষ্ট।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শোভন দত্ত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরনের অপ্রতুলতা রয়েছে, যার মধ্যে সবচেয়ে প্রকট হলো কর্মী সংকট। তদুপরি আমরা চকরিয়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সহযোগীতা নিয়ে সব্বোর্চ সেবা প্রদানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি। জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬ এর আলোকে আমরা প্রাতিষ্ঠানিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবো, যা সেবার মানকে আরো সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।
উপস্থিত অনেকে বলেন, সাম্প্রতিক সময়ের ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী বিপ্লবের মূল চেতনা, সমাজ থেকে বৈষম্য তথা দুর্নীতি মুক্ত সমাজ জাতিকে উপহার দেয়া। আমাদের আজকের কর্মশালার গৃহীত পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী বিপ্লবের মূল চেতনা বাস্তবায়নে অবদান রাখতে পারবো।
কর্মশালায় জাতীয় শুদ্ধাচার ব্যবস্থা, শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ অর্জনে প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ ও উত্তরণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। যে চকরিয়ার সরকারি দপ্তর সমূহের কর্মকর্তাগন প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬ এর আলোকে ২১ টি বিষয়কে অর্ন্তভ‚ক্ত করে স্ব স্ব দপ্তরের ২০২৫ সালের একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন, চকরিয়া সনাক সদস্য জনাব, রুনেন্দু বিকাশ দে। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ননা করেন টিআইবি-চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর জনাব শেখ মোঃ ওবায়দুর রহমান এছাড়াও জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন বিষয়ক স্লাইড উপস্থাপন করেন টিআইবি-চট্টগ্রাম ক্লাস্টারের, ক্লাস্টার কো-অর্ডিনেটর জনাব, জসিম উদ্দিন।
আ. দৈ. /কাশেম /বিজন