শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি
সোশ্যাল মিডিয়ায় ‘ডুমস্ক্রলিং’ এড়ানোর ৫ উপায়
Publish: Friday, 30 August, 2024, 5:02 PM  (ভিজিট : 146)

সোশ্যাল মিডিয়া বা নিউজ ওয়েবসাইটে ক্রমাগত নেতিবাচক বা ক্ষেত্রবিশেষে বিরক্তিকর কনটেন্ট ও খবর স্ক্রল করার অভ্যাসকে ডুমস্ক্রলিং বলা হয়।

 

প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, ডুমস্ক্রলিং যেকোনো ব্যক্তির মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। সেই সঙ্গে নেতিবাচক বা বিরক্তিকর কনটেন্ট দেখে স্মার্টফোনে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে ব্যক্তি বিষণ্ন বোধ করেন। ডুমস্ক্রলিংয়ের এ অভ্যাস ত্যাগ করা চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু কিছু কৌশল ব্যবহার করলে সোশ্যাল মিডিয়ায় আরো ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা বজায় রাখা সহজ হবে। কীভাবে ডুমস্ক্রলিং এড়ানো যায়, তা জানিয়েছে মেকইউজঅব। 

 

ঘুম থেকে উঠে আধঘণ্টা ফোন না ধরা
সকালে ঘুম থেকে উঠে অনেকেরই অভ্যাস আছে ফোনটি হাতে নিয়ে নোটিফিকেশন দেখা এবং সোশ্যাল অ্যাপগুলোয় ঢুকে স্ক্রল করা। ঘুম থেকে উঠে অন্তত আধাঘণ্টা ফোন হাতে না নেয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ ৩০ মিনিট সময় দিনের অন্যান্য কাজ নিয়ে চিন্তা করা বা পরিকল্পনা করা যায়, যা ফোন থেকে মনোযোগ সরিয়ে রাখতে সহায়ক। এছাড়া ঘুমানোর সময় ফোনটি হাতের নাগালের বাইরে রাখা ও সকালে উঠেই কিছুক্ষণ চার্জে দিয়ে রাখাও এক্ষেত্রে সহায়তা করতে পারে।

 

টাইমার সেট করা

ডুমস্ক্রলিং এড়াতে টাইমার ব্যবহার করা একটি সহায়ক কৌশল। এটি একটি সতর্কতা হিসেবেও কাজ করে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এ প্লাটফর্মে ব্যয় করা সময়ের পরিমাণ কমাতে পারেন। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, লিমিট সেট করার ফলে ব্যবহারকারী চিন্তা করবেন তার কাছে কম সময় আছে, তাই তিনি নেতিবাচক কনটেন্ট এড়িয়ে শুধু গুরুত্বপূর্ণ ও অর্থপূর্ণ বিষয়বস্তুতে ফোকাস করবেন। 

 

অ্যাকাউন্ট ফলোর ক্ষেত্রে সতর্কতা

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো অনুসরণ করা হয়, সেগুলোয় মনোযোগ দিতে শুরু করে অনেকেই লক্ষ করবেন যে কিছু অ্যাকাউন্ট প্রায়ই নেতিবাচক কনটেন্ট পোস্ট করে। এগুলো অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। আর তাই ডুমস্ক্রলিং এড়াতে এসব অ্যাকাউন্ট আনফলো করার পরামর্শ দেন তারা। যারা এ পদ্ধতি অনুসরণ করেছেন, তাদের মধ্য অনেকেই জানিয়েছেন যে৷ এ পরিবর্তন তাদের ফিডের গুণমানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে।

 

বিতর্কিত পোস্টের কমেন্ট সেকশন এড়িয়ে যাওয়া

সোশ্যাল মিডিয়ায় পোস্টের কমেন্ট সেকশনের ঢুকে মন্তব্য করা ও অন্যের মন্তব্য পড়ার প্রতি আগ্রহ থাকে অনেকেরই। আবার পোস্টের কনটেন্ট না বুঝলেও কেউ কেউ একবার কমেন্ট সেকশনে ঢুঁ মারেন আবার অনেক সময় বিতর্ক ও দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কিত পোস্ট দেখার সময় মন্তব্য বিভাগ এড়িয়ে চলা ভালো। এ পদ্ধতি স্ক্রল করার অভ্যাস সম্পর্কে আরো সচেতন হতে ও আবেগগতাড়িত হয়ে কথোপকথনে হারিয়ে যাওয়ার অভ্যাস ত্যাগে সাহায্য করে।

 

স্মার্টফোন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া

প্রয়োজন না থাকলে নির্দিষ্ট সময়ের জন্য ফোন এয়ারপ্লেন মোডে রাখা কিংবা অন্যরুমে গেলে ইচ্ছাকৃত ফোনটি জায়গায় রেখে যাওয়ার মাধ্যমে স্মার্টফোনের ব্যবহার কিছুটা কমানো সম্ভব। ফলে সোশ্যাল মিডিয়ায় ঢোকা ও স্ক্রল করার প্রবণতাও কমে আসতে পারে।

 

ডুমস্ক্রলিং মানসিক স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। অনেকেই ঘুমের সমস্যা, উদ্বেগ বৃদ্ধি, স্ট্রেস বা নেতিবাচক সংবাদ দ্বারা প্রভাবিত হওয়ার মতো অনুরূপ সমস্যার সম্মুখীন হন। তাদের ক্ষেত্রে ডুমস্ক্রলিংয়ের এ অভ্যাস থেকে বিরত থাকা ও পরিস্থিতি মোকাবেলা করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্যসেবাসংশ্লিষ্টরা।

 

আ.দৈ/এআর

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রোববার সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু: কাতার
বায়ুদূষণে দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝