লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসন শিশু পার্ক বেহাল অবস্থায় রয়েছে। তদারকি না থাকায় নষ্ট হচ্ছে শিশুদের খেলার সামগ্রী। চুরি হচ্ছে মালামাল। সন্ধ্যা নামতেই মাদকের আখড়ায় পরিণত হওয়া এই পার্ক নিয়ে উপজেলাবাসীর দুশ্চিন্তার শেষ নেই। সরকারি দুই একর জমির উপর প্রায় ৫০ লাখ টাকা ব্যায়ে শিশুদের চিত্তবিনোদনের জন্য গত বছরের ২৮ সেপ্টেম্বর পার্কটির কার্যক্রম শুরু হলেও এখন হয়ে পড়েছে সম্পুর্ন স্থবির।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্কের মুল ফটক রয়েছে তালাবন্ধ। পাশের পকেট গেট দিয়ে দেদারসে প্রবেশ করছে গরু, কুকুর, ছাগল ছানা ইত্যাদি। পার্কের রোদে কাপড় শুকাতে ছুটে আসছেন আশপাশের বাসিন্দারা।
শিশুরা বিনোদন চাহিদা পূরণ করতে না পারলেও মাঠের বড়ো ঘাঁস আয়েস করে চিবিয়ে খাদ্য চাহিদা পুরন করছে গরু, ছাগলসহ তৃণভোজী পশুরা। এলাকাবাসী জানায়, চার মাসেরও বেশি সময় থেকে পার্কটি বন্ধ রয়েছে। সন্ধ্যা গড়ালেই মাদকের আসর বসে পার্কের ঝোপঝাড় ও স্থাপনার ভেতরে-বাহিরে।
বিধ্বস্ত এই পার্কের মুল ফটকে দাঁড়িয়ে ছয় বছর বয়সী শিশু সায়মা আক্ষেপ করে বলে, সাফওয়ান আর আমি এসেছি। শিশুপার্ক নষ্ট, সব ভাঙা। আমরা বাহিরে থেকে দেখি। রিয়াজ নামে এক অভিভাবক বলেন, বেহাল অবস্থার উত্তোরণ জরুরি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদ বলেন, শিশুপার্কটি আমাদের তত্বাবধানে ছিলো। এখন কার্যক্রম বন্ধ রয়েছে। দ্রুত চালু হলে শিশুদের বিনোদন সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, বিপ্লব পরবর্তী সময়ে নজরদারি কমেছে। শিশুরা শীঘ্রই যাতে আসতে পারে সেজন্য আমাদের চেষ্টা চলমান রয়েছে।
আ. দৈ. /কাশেম/জিহাদ