সীমান্ত ব্যাংক এবং ট্রাস্ট অ্যান্ড পে (ট্যাপ) এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের গ্রাহকগন তার একাউন্ট থেকে ট্রাস্ট অ্যান্ড পে (ট্যাপ) এর একাউন্টে এবং ট্রাস্ট অ্যান্ড পে (ট্যাপ) এর গ্রাহকগন তার একাউন্ট থেকে সীমান্ত ব্যাংকের একাউন্টে ফান্ড ট্রান্সফারের সুবিধা উপভোগ করবেন।
সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক এবং ট্রাস্ট অ্যান্ড পে (ট্যাপ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আকরাম সাঈদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, হেড অব আইটি মনজুর মাছউদ, হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, ট্রাস্ট ব্যাংক এর হেড অব আইটি এ কে এম আহাসান কবির সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।