ক্রমশ মহামারিতে আকার নিচ্ছে ক্যান্সার। সারাবিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও।
এবার এ রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান। তবু নিজেকে সাহস দিতে এক অন্য বার্তা অভিনেত্রীর। বর্তমানে মালদ্বীপে রয়েছেন তিনি। খুব অন্যরকম ভাবে ছুটি উপভোগের মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন।
ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে হিনা ক্যাপশনে লিখেছেন, ‘সুখ অনেক ভাবে আসে। খুব প্রয়োজন রোদ ঝলমলে ছুটির দিনগুলো উদযাপন করা।’ মালদ্বীপে স্কুবা ডাইভিংও করেছেন হিনা। নীল আকাশের নিচে সাগরের ধারে বসে খাবার খেতেও দেখা গেছে।
এমন একটি মারণরোগের সঙ্গে লড়াই করা হিনা খানের সাহসিকতার প্রশংসা করছেন ভক্তরাও। ছবির কমেন্ট বক্সে হিনার প্রশংসা করে একজন লিখেছেন, ‘আপনি অনেক সাহসী একজন মেয়ে, আপনি এখন কেমন আছেন শরীর ঠিক আছে তো?’
উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।
আ.দৈ/এআর