ইস্টার্ন ব্যাংক (ইবিএল) পিএলসি’র ও আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সম্প্রতি একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে। চট্রগ্রামে আরএসবি ইন্ডাস্ট্রিয়ালের কর্পোরেট কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর হয়। চুক্তির অধীনে, দেশের পোশাক, ফ্যাশন ও টেক্সটাইল সেক্টরে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আর এস বি ইন্ডাস্ট্রিয়ালের এমপ্লয়ীরা ইবিএল’র কাছ থেকে নিজস্ব প্রয়োজন অনুযায়ী বিস্তৃত ব্যাংকিং সুবিধা পাবেন।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার ও আর এস বি ইন্ডাস্ট্রিয়ালের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাস চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইবিএল পে-রোল বিভাগ প্রধান তৃষা তাকলিম, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট প্রধান রেজওয়ান উর রহমান এবং আরএসবি’র মানবসম্পদ ও প্রশাসন ব্যবস্থাপক চিনাংশু রঞ্জন দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আ. দৈ./ কাশেম / রমজান