তিন দিনের নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে জাতীয় পার্টির (জাপা) ২১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তৃতীয় দিনে আমাদের ৫টি আপিলের মধ্যে ৩টি মঞ্জুর হয়েছে, আর ২টি নামঞ্জুর করা হয়েছে। আমরা ওই দু’টির জন্য উচ্চ আদালতে যাবো।
মঞ্জুর হওয়া প্রার্থীরা হলেন, টাঙ্গাইল-৬ আসনের মো. মামুনুর রহিম, জামালপুর-১ আসনের একেএম ফজলুল হক এবং সাতক্ষীরা-৪ আসনের মো. আব্দুর রশিদ। নামঞ্জুর হওয়া প্রার্থীরা হলেন, সুনামগঞ্জ-৫ আসনের মো. জাহাঙ্গীর আলম ও মানিকগঞ্জ-২ আসনের এস এম আবদুল মান্নান।
তিনি আরও জানান, আমরা এখন পর্যন্ত ২৫টি আপিল করেছি, যার মধ্যে ২১টি মঞ্জুর হয়েছে। বাকি চারজন উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল। নির্বাচনের আপিল শুনানি ৫ জানুয়ারি শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়।
এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেছিলেন। জাপা ২৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছিল, যার মধ্যে ৩০ জন প্রার্থীর মনোনয়ন বাছাইয়ে অবৈধ হয়।
এদের মধ্যে ২৫ জন আপিল করেছিলেন। তিন দিনে মোট ২১০ জন প্রার্থীর আপিল শুনানি হয়েছে, যাদের মধ্যে ১৫০ জনের প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।