বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
ব্যাংক-বীমা
আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন
Publish: Sunday, 11 January, 2026, 6:37 PM  (ভিজিট : 38)

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ ও সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্ব”ছতা, জবাবদিহিতার পাশাপাশি কর্পোরেট সুশাসন নিশ্চিত করছে। 

যার প্রেক্ষিতে টানা ৫-বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪-বার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এই অসাধারণ সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে “সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট” শীর্ষক এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)Ñ এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন  কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, এফসিএস। 

বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের কাছ থেকে সেরা কর্পোরেট সম্মাননা পুরস্কার অর্জন করায় ওয়ালটনকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, প্রোডাক্ট কোয়ালিটি, স্টেট অব দ্য আর্ট টেকনোলজি, সাশ্রয়ী মূল্য ইত্যাদি বিবেচনায় ওয়ালটন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। 

বাংলাদেশের অর্থনীতিতে ওয়ালটনের অবদান অসামান্য। বাজারে বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ভেঙ্গে ওয়ালটন শুধু দেশের আমদানি নির্ভরতাই দূর করেনি; বিশ্বের বহু দেশে পণ্য রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। আইওটি, এআই বেজড সর্বাধুনিক প্রযুক্তির হাই-টেক পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে আইসিবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ওয়ালটন কারখানা অত্যন্ত সুসংগঠিত। এর কর্মযজ্ঞ এবং ক্যাপাসিটিও বিস্তৃত। ১৫ বছর আগেও দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ছিল। 

ওয়ালটন সেই চিত্র পুরোপুরি পাল্টে দিয়েছে। বিদেশি ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে ওয়ালটন বাজারে আধিপত্য অর্জন করেছে। ওয়ালটন প্রতিনিয়ত বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এর ক্যাপাসিটি বাড়িয়ে চলছে। হাই-টেক পণ্য উৎপাদন ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বাংলাদেশের সক্ষমতা প্রমাণের ক্ষেত্রে ওয়ালটন একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
 
তিনি আরো বলেন, পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির মধ্যে ওয়ালটন অন্যতম। প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের স্বার্থ রক্ষার পাশাপাশি বিনিয়োগকারীদেরও সন্তোষজনক ডিভিডেন্ড প্রদান করে আসছে। বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের উচিৎ ওয়ালটনের মত ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির উন্নয়নে প্রয়োজনীয় নীতি ও কর সহায়তা প্রদান করা।  

অনুষ্ঠানে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, কারখানা স্থাপন থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া, কর্মক্ষেত্র, আর্থিক প্রতিবেদন প্রকাশ, কর্পোরেট গভর্ন্যান্স সর্বত্র যথাযথ কমপ্লায়েন্স মেনে চলছে ওয়ালটন। 

কর্পোরেট গভর্ন্যান্স, সামগ্রিক ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদনে স¦”ছতা, জবাবদিহিতা এবং কমপ্লায়েন্স প্রতিপালনের দিক থেকে ওয়ালটন দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। যার স্বীকৃতিস্বরূপ ওয়ালটন অর্জন করেছে ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’।
 
তিনি জানান, পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স। টেকসই উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও পানির সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশবান্ধব অবস্থানের কারনে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এই লিড সনদ প্রদান করেছে। 

এছাড়া ইএসজি ক্যাটাগরিতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ালটনের ঝুলিতে যুক্ত হয়েছে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’। টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য অর্জন করেছে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’। 

তিনি আরো জানান, ওয়ালটন কারখানায় বাংলাদেশের সর্ববৃহৎ ফ্লোটিং বা ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপন করা হয়েছে। অধিকš‘, ওয়ালটন দেশের প্রথম লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা গড়ে তুলছে। পরিবেশ সুরক্ষার প্রতি দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখে সেখানে স্থাপন করা হচ্ছে গ্রিন-টেকনোলজির মেশিনারিজ। 

এই কারখানা চালুর মাধ্যমে দেশের লিথিয়াম আয়ন ব্যাটারি খাতে সম্পূর্ণ আমদানি নির্ভরতা বহুলাংশে হ্রাস পাবে বলে তার প্রত্যাশা।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদানকালে ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, কমপ্লায়েন্স ইস্যুতে ওয়ালটন কখনোই আপোষ করে না। কর্মক্ষেত্র, উৎপাদন, আর্থিক প্রতিবেদন, ট্যাক্স প্রদানসহ সর্বত্র ওয়ালটন যথাযথ কমপ্লায়েন্স অনুসরণ করছে। যার স্বীকৃতিস্বরূপ নিয়মিতভাবে আইসিএবি, আইসিএসবি, আইসিএমএবি ইত্যাদি ইন্সটিটিউশন থেকে ‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ সম্মাননা পুরস্কার অর্জন করে আসছে। এটি ওয়ালটনের জন্য অত্যন্ত গর্বের।  

অনুষ্ঠানে টানা ৫-বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪-বার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ এর সম্মাননা অজ

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝