রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে সন্ত্রাসীরা গুলি করে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করেছে। একই সাথে গুলির ঘটনায় আনোয়ার হোসেন নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে গুলির ঘটনা ঘটেছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, ‘স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদের বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।’
আ. দৈ./ কাশেম