ঋণখেলাপি ও প্রয়োজনীয় নথিপত্রে ঘাটতি থাকার কারণে ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন তিনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও বিধিবিধান অনুযায়ী, ত্রুটি ও ঋণখেলাপি হওয়ায় মো. আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন।
ঢাকা-২ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আব্দুল হক ছাড়া বাকি দুজন হলেন বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট অনুযায়ী, আব্দুল হক একজন তালিকাভুক্ত ঋণখেলাপি হওয়ায় তার প্রার্থিতা গ্রহণের সুযোগ নেই বলে জানান রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জামায়াত প্রার্থী মো. আব্দুল হক ও দলটির স্থানীয় নেতাদের কাছে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।