প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র কিরিবাতি, বিশ্বের প্রথম দেশ হিসেবে আজ বুধবারই নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে। দেশটির কিরিতিমাতি (Christmas Island) অঞ্চলই বিশ্বের প্রথম অঞ্চল, যেখানে নতুন বছরের সূচনা হয়।
কিরিবাতির মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। ভৌগোলিকভাবে হাওয়াইয়ের প্রায় সরাসরি দক্ষিণে অবস্থান করলেও, আন্তর্জাতিক সময়রেখার কারণে কিরিবাতি হাওয়াইয়ের একদিন আগেই নতুন বছর উদযাপন করে। প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হয়ে বিশ্বের নজর কাড়ে কিরিবাতির কিরিতিমাতি অঞ্চল।
কিরিবাতি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থান করছে। অসংখ্য প্রবাল প্রাচীর নিয়ে গঠিত দেশটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার বিস্তৃত।
কিরিবাতির স্থানীয়রা নিজেদের দেশকে ‘কিরিবাস’ নামে অভিহিত করেন। দেশটি ১৯৭৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ সামুদ্রিক রিজার্ভও রয়েছে এই দেশে।
দেশটিতে বহু প্রবাল প্রাচীর রয়েছে, যার অনেকগুলোতেই বর্তমানে কোনো প্রাণীর বসবাস নেই। এসব প্রবাল প্রাচীরের বড় একটি অংশ নিম্নাঞ্চলে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
আ. দৈ./কাশেম