বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় গভীর শোক প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সভায় শোক প্রস্তাব গৃহিত হয়েছে এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা, পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, এ.বি.এম. শওকত ইকবাল শাহীন, মুজিব আহমদ সিদ্দিকী ও এ এইচ এম মঈন উদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম অংশ নেন।
এছাড়াও ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং কোম্পানী সচিব মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।