শহিদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সোমবার (২৯ ডিসেম্বর) শাহবাগে অবরোধ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
হাদি হত্যার বিচার দাবি করে জাবের বলেন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। যারা জামিনের ব্যবস্থা নিয়েছে, যারা টকশোতে তাকে গিনিপিগ বলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা চাই বিএনপি, জামায়াত, এনসিপি প্রত্যেকের নিজ রাজনৈতিক এজেন্ডা থাকবে। আপনারা আপনাদের রাজনীতি করবেন, সব ঠিক আছে। কিন্তু এই জনগণ তো আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দেবে।
কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল মতের কথা হওয়া প্রয়োজন। এখানে আমি চাই জামায়াত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক একাত্মতা পোষণ করুক। কারণ, ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন।
তিনি বলেন, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না। কোনোদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না। এখন আমরা যদি ঢাকা-৮ ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনার জন্য যা যা করা দরকার আপনারা করবেন। কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে, যোগ্যতা ছাড়া ঢাকা-৮ এ কোনো প্রার্থী দাঁড়াক। এটা হচ্ছে শহীদ ওসমানের ইনসাফের লড়াই।
তিনি আরও বলেন, আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো, ততদিন পর্যন্ত আমরা ঢাকা-৮ এ দাঁড়াব না। কোন সিম্প্যাথি নিয়ে আমরা ঢাকা-৮ এ দাঁড়াতে চাই না। সিম্প্যাথির রাজনীতি যারা করে, তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব কোনোদিন সিম্প্যাথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি।
এসময় বিভিন্ন দলের নেতাদের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে বলেন, আমরা কায়সার কামাল, নিলুফারদের বিএনপি দেখতে চাই না, আমরা জিয়াউর রহমানের বিএনপি চাই।