আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এসব অস্ত্র ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে এবং নিয়মিত অভিযান চালিয়ে অস্ত্র জব্দ করা হচ্ছে বলে জানান তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে ‘বিজিবি দিবস–২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
সীমান্ত দিয়ে নির্বাচনকে লক্ষ্য করে অবৈধ অস্ত্র ঢোকার বিষয়ে এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দু-চারটি অস্ত্র যে ঢুকছে না, তা আমি বলব না। অস্ত্র ঢুকছে এবং প্রতিদিনই একটি-দুটি করে ধরা পড়ছে। কোথাও কোনো ছাড় দেওয়া হচ্ছে না।”
মেঘালয় পুলিশের দাবি অনুযায়ী হাদি হত্যাকাণ্ডে কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি—অথচ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গ্রেপ্তারের কথা বলছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “ডিবি এ বিষয়ে রাতে একটি স্টেটমেন্ট দিয়েছে। সেটি পড়লে বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে।”
নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
সম্প্রতি কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন করা হলে তিনি জানান, মূল অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলেও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বোমা হামলা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট শক্তিগুলো সব সময় বাধা দেওয়ার চেষ্টা করে। তবে আপনাদের সবার সহযোগিতা থাকলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও উৎসবমুখর হবে।”নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে বলেন, “এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।”