দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নির্বাচনী আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা-৮ আসনে দলটির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচনে অংশ নেবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, “শহীদ ওসমান হাদির ময়দান ছিল ঢাকা-৮। সেই আসনেই আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে নির্বাচনে লড়বেন।”
দলীয় সূত্র জানায়, শহীদ ওসমান হাদির রাজনৈতিক আদর্শ ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতেই এই আসনে নাসিরুদ্দিন পাটওয়ারীকে প্রার্থী করা হয়েছে। এনসিপি মনে করছে, এই প্রার্থিতা শুধু একটি নির্বাচন নয়, বরং শহীদের আদর্শ ও গণআন্দোলনের প্রতিফলন।