চিকিৎসাবিজ্ঞানে বিরল এক সাফল্যের নজির স্থাপন করেছেন চীনের শানডং প্রভিন্সিয়াল হাসপাতালের চিকিৎসকরা। কর্মস্থলে দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক নারীর কান প্রথমে তার পায়ের পাতায় সাময়িকভাবে সংরক্ষণ করা হয় এবং কয়েক মাস পর তা সফলভাবে আবার মাথায় প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসা ইতিহাসে এটিই প্রথম এমন ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
২০২৫ সালের এপ্রিলে এক শিল্প দুর্ঘটনায় ওই নারীর মাথার ত্বক ও একটি কান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দেখেন, তখনই সরাসরি কানে অস্ত্রোপচার করা সম্ভব নয়, কারণ মাথার ক্ষত সেরে ওঠার জন্য সময় প্রয়োজন ছিল।
এ অবস্থায় হাসপাতালের মাইক্রোসার্জারি বিভাগের প্রধান চিকিৎসক কিউ শেনকিয়াং একটি ব্যতিক্রমী চিকিৎসা পদ্ধতির সিদ্ধান্ত নেন। বিচ্ছিন্ন কানটিকে জীবিত রাখতে তা রোগীর পায়ের পাতার ত্বকের নিচে প্রতিস্থাপন করা হয়, যাতে সেখানে স্বাভাবিক রক্ত সঞ্চালনের মাধ্যমে টিস্যুটি সুস্থ রাখা যায়।
চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, কয়েক মাস ধরে কানটি পায়ের পাতায় সংরক্ষিত থাকে। মাথার ক্ষত পুরোপুরি সেরে ওঠার পর সম্প্রতি সফল অস্ত্রোপচারের মাধ্যমে কানটি পা থেকে বিচ্ছিন্ন করে আবার রোগীর মাথায় প্রতিস্থাপন করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতিস্থাপিত কানটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং সেখানে স্বাভাবিক রক্ত চলাচল নিশ্চিত হয়েছে। চিকিৎসকরা বলছেন, এই পদ্ধতি ভবিষ্যতে জটিল অঙ্গ পুনঃস্থাপনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে।