বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের চতুর্থ ম্যাচে আজ শনিবার (২৭ ডিসেম্বর) মুখোমুখি সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বিপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হারের স্বাদ পাওয়ায় আজকের ম্যাচটি দুই পক্ষের জন্যই ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। জয়ের লক্ষ্যে আজ দুই দলই একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। স্বাগতিক সিলেট টাইটান্স তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে; দল থেকে বাদ পড়েছেন রুয়েল মিয়া ও হজরতউল্লাহ জাজাই।
অন্যদিকে, নোয়াখালী এক্সপ্রেস একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। পেস আক্রমণ শক্তিশালী করতে তারা অন্তর্ভুক্ত করেছে রেজাউর রহমান রাজাকে।
সিলেট টাইটান্স একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকির হাসান ও সালমান ইরশাদ।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ:
সৈকত আলী (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, মুশফিক হাসান, মাজ সাদাকাত, হায়দার আলী ও জহির খান।