দিপু চন্দ্র দাস এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। শফিকুল আলম বলেন, ‘দিপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। একইভাবে ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তেও ভাইটাল ক্লু পাওয়া গেছে এবং এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।ব্রিফিংয়ে প্রেসসচিব আরো জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
উল্লেখ্য, একই বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন এবং ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।